হাসপাতালের ভেতরে রোগীর চাপ আর বাইরে মশার দৌরাত্ম্য—এই দুই মিলে ডেঙ্গু এখন বড় উদ্বেগের নাম। সংক্রমণ গত বছরের তুলনায় প্রায় তিন গুণ বেড়ে গেছে, মৃত্যুহারও দক্ষিণ এশিয়ায় সর্বোচ্চ। বিশেষজ্ঞরা বলছেন, নিয়ন্ত্রণে পুরনো কর্মসূচি যথেষ্ট নয়। তাই এখন দরকার নতুন পদক্ষেপ, জনসম্পৃক্ততা আর সম্মিলিত উদ্যোগ। নইলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে।
হাসপাতালে গেলে দেখা যায়, শয্যাশায়ী রোগীর পাশে উদ্বিগ্ন স্বজনদের দীর্ঘশ্বাস। এডিসের কামড়ে শুরু হওয়া জ্বর এখন আতঙ্ক সবার কাছে। গত বছরের তুলনায় এবার ডেঙ্গু আক্রান্তের হার প্রায় তিনগুণ। বিশেষজ্ঞরা বলছেন, রাজধানী থেকে শুরু করে বিভাগীয় শহর পর্যন্ত এডিসের বংশবিস্তার রোধ করা যাচ্ছে না।
চলতি বছর বরিশাল বিভাগে সবচেয়ে বেশি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। তবে মৃত্যুহার তুলনামূলক কম। রাজধানীর দক্ষিণ সিটি করপোরেশনে মৃত্যুহার এক দশমিক দুই শতাংশ।
আমার বার্তা/এল/এমই