ই-পেপার শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫, ২১ ভাদ্র ১৪৩২

ভূমিকম্প বিধ্বস্ত আফগানিস্তানে উদ্ধার করা হচ্ছে পুরুষদের, বঞ্চিত নারীরা

আমার বার্তা অনলাইন
০৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৪

সাম্প্রতিক ৬ মাত্রার ভূমিকম্পে বিধ্বস্ত আফগানিস্তানে উদ্ধার তৎপরতা চলছে, তবে উদ্ধারকর্মীদের সবাই পুরুষ এবং ধর্মীয় বিধিনিষেধের কারণে তারা শুধু পুরুষ ভিকটিমদের উদ্ধার করছেন বলে জানা গেছে। এক্ষেত্রে গুরুতর বঞ্চনার শিকার হচ্ছেন নারীরা।

গত ৩১ আগস্ট রোববার স্থানীয় সময় রাত ১১টা ৪৭ মিনিটে আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় প্রদেশ কুনারে ৬ মাত্রার একটি ভূমিকম্প এবং তারপর ৫ দশমিক ২ এবং ৪ দশমিক ৫ মাত্রার দু’টি ‘আফটার শক’ হয়। ভূপৃষ্ঠের অগভীর অঞ্চলে হওয়া এ ভূমিকম্পে এ পর্যন্ত ২ হাজার ২০০ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন ৩ হাজার ১২৪ জন এবং প্রায় ৬ হাজার ঘরবাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।

ভূমিকম্পে যারা নিহত ও আহত হয়েছেন, তাদের মধ্যে একটি বড় অংশ নারী ও শিশু। আফগানিস্তানে ইতোমধ্যে উদ্ধার তৎপরতা শুরুও হয়েছে। কিন্তু অভিযোগ উঠেছে যে উদ্ধারকর্মীরা শুধুমাত্র পুরুষ ভিকটিমদের উদ্ধার করছেন। নারী এবং দশ বছরের অধিক বয়সী মেয়ে শিশুদের উদ্ধার করা হচ্ছে না।

সরকারিভাবে আহত নারী ও মেয়ে শিশুদের উদ্ধারে উদ্ধারকর্মীদের কোনো নিষেধাজ্ঞা দেওয়া হয়নি। কিন্তু তারপরও পুরুষদের তুলনায় উদ্ধার হওয়া নারী ও মেয়েশিশুদের অনুপাত ব্যাপকভাবে কম।

আফগানিস্তানের নারী অধিকারকর্মী ফাতেমেহ রেজায়ি জানিয়েছেন, তালেবান শাসিত আফগানিস্তানে অপরিচিত নারী ও পুরুষদের মধ্যে শারীরিক সংস্পর্শ কঠোরভাবে নিষিদ্ধ। এমনকি ভূমিকম্পের মতো জরুরি অবস্থাতেও এই নিষেধাজ্ঞা শিথিল করা হয়নি। ফলে, পুরুষ উদ্ধারকর্মীরা আহত নারীদের স্পর্শ করতে পারেন না — তাদের ধ্বংসস্তূপ থেকে তুলতেও ভয় পান, কারণ এতে ধর্মীয় বা সামাজিক শাস্তির আশঙ্কা থাকে।

জার্মান সংবাদমাধ্যম ডিডব্লিউকে ফাতেমেহ রেজায়ি বলেছেন, “অপরিচিত কোনো পুরুষ উদ্ধারকর্মী পরিবারের নারী ও মেয়েদের স্পর্শ করবে— অধিকাংশ পরিবারের পুরুষ সদস্যরা এমনটা বরদাস্ত করতে প্রস্তুত নন। এমনকি অপরিচিত কেউ পুরুষ আটকে পড়া নারী ও মেয়ে শিশুদের সহযোগিতা করবে— এটাও তারা চান না।”

পরিবারের সদস্যদের সহায়তায় অল্প যে কয়েক জন নারী ও মেয়ে শিশুকে আহত অবস্থায় উদ্ধার করা হচ্ছে, কঠোর পর্দাপ্রথার কারণে তাদের অধিকাংশকে হাসপাতালে নেওয়া হচ্ছে না। কারণ হাসাপাতালগুলোতে প্রায় সব চিকিৎসকই পুরুষ।

“আমরা এখনও জানি না, নিহত এবং আহতদের মধ্যে কতজন নারী ও মেয়ে শিশু আছে”, ডিডব্লিউকে বলেছেন রেজায়ি।

আহত নারীদের জন্য নেই নারী চিকিৎসক

কুনারে ভূমিকম্পের পর আহত অবস্থায় উদ্ধারকৃতদের কুনার এবং পার্শ্ববর্তী নানগারহার প্রদেশের হাসপাতালগুলোতে আনা হচ্ছে। অভিযোগ উঠেছে, হাসপাতালগুলোতে নারী চিকিৎসকের গুরুতর সংকট থাকায় অল্প যে কয়েকজন আহত নারীকে হাসপাতালে আনা হয়েছে— তারা চিকিৎনা পাচ্ছেন না।

জাহরা হাগপারাস্ত নামের এক চিকিৎক ডিডব্লিউকে জানিয়েছেন, “আমাদের কাছে তথ্য আছে যে ভূমিকম্পে কুনারে শত শত নারী নিহত ও আহত হয়েছেন। আহতদের মধ্যে অনেক গর্ভবতী নারীও আছেন, কিন্তু তারা চিকিৎসা পাচ্ছেন না।”

যুক্তরাষ্ট্র ও ন্যাটো বাহিনী আফগানিস্তান ত্যাগের পর ২০২১ সালে দ্বিতীয় দফায় কাবুল দখল করে কট্টর ইসলামপন্থি গোষ্ঠী তালেবান বাহিনী। ক্ষমতা দখল করার পর থেকে আফগানিস্তানের শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্মক্ষেত্র থেকে নারীদের বিতাড়ন করা শুরু হয়। গত তিন বছরে অনেক নারী চিকিৎসকে চাকরিচ্যুত ও হয়রানি করেছে তালেবান প্রশাসন।

জাহরা হাগপারাস্তও তাদের মধ্যে একজন। তালেবান সরকারের হাতে চাকরিচ্যুতি ও হয়রানির শিকার হওয়ার পর সম্প্রতি জার্মানিতে আশ্রয় নিয়েছেন এই নারী চিকিৎসক। ডিডব্লিউকে তিনি বলেন, “ভূমিকম্পের পর দুর্গত নারীদের চিকিৎসা পরিষেবা দিতে অনেক নারী চিকিৎসক এগিয়ে আসতে চেয়েছেন, কিন্তু আফগান সরকার তাদের অনুমতি দেয়নি।”

সূত্র : দ্য নিউইয়র্ক টাইমস, ডিডব্লিউ

আমার বার্তা/জেএইচ

থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী হলেন আনুতিন চার্নভিরাকুল

রাজনৈতিক সংকটে টালমাটাল থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর হলেন দেশটির দ্বিতীয় বৃহত্তম রাজনৈতক দল ভূমজাইথাই পার্টির প্রেসিডেন্ট আনুতিন

শ্রীলঙ্কায় পর্যটকবাহী বাস খাদে পড়ে নিহত ১৫

শ্রীলঙ্কায় স্থানীয় পর্যটকবাহী একটি বাস প্রায় এক হাজার ফুট (৩০০ মিটার) গভীর খাদে পড়ে কমপক্ষে

যুক্তরাজ্যে যান্ত্রিক ত্রুটির কারণে ভোগান্তিতে ৫৫ হাজার ডায়াবেটিস রোগী

যুক্তরাজ্যের ইংল্যান্ডে যান্ত্রিক ত্রুটির কারণে ঝামেলায় পড়েছেন কমপক্ষে ৫৫ হাজার ডায়াবেটিস রোগী। দেশটির সরকারি স্বাস্থ্য

পশ্চিমা সেনারা ইউক্রেনে গেলে লক্ষ্যবস্তু হবে: পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইউক্রেনে যদি পশ্চিমা সেনা মোতায়েন করা হয় তবে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সীমান্তে ৫ কোটি টাকার মোবাইল এক্সোসরিজ জব্দ

তিন দফা দাবিতে গণঅধিকার পরিষদের সংহতি সমাবেশ

ফের দুই মহাসড়ক অবরোধ, ঢাকা-বরিশাল ও খুলনা রুটে যান চলাচল বন্ধ

থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী হলেন আনুতিন চার্নভিরাকুল

প্রিয়নবীকে ভালোবাসার অনন্য দৃষ্টান্ত: আবু আইয়ুব আনসারীর আতিথেয়তা

আবাসন-খাবারের মানোন্নয়নে কার্যকর পদক্ষেপ নেব: সাদিক কায়েম

শ্রীলঙ্কায় পর্যটকবাহী বাস খাদে পড়ে নিহত ১৫

নীলফামারীর সাবেক এমপি সাদ্দাম হোসেন গ্রেপ্তার

আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে মেঝেতে রাত কাটালেন ববি ভিসি

যুক্তরাজ্যে যান্ত্রিক ত্রুটির কারণে ভোগান্তিতে ৫৫ হাজার ডায়াবেটিস রোগী

৪ ঘণ্টা পর প্রশাসনের আশ্বাসে মহাসড়ক অবরোধ প্রত্যাহার

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দেড় লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ

ফের মাথাচাড়া দিয়েছে বার্ড ফ্লু, আক্রান্ত হয়েছে ৪ শিশু

পশ্চিমা সেনারা ইউক্রেনে গেলে লক্ষ্যবস্তু হবে: পুতিন

ফেসবুক পেজ বন্ধ চায় প্রশাসন, অ্যাডমিনকে তলব

অতীতের ইতিহাসের জন্য জনগণের কাছে ক্ষমা চান: জামায়াতকে ফারুক

চাকরির প্রলোভন ও টেলিগ্রামের ফাঁদে কোটি টাকা হাতিয়ে নিয়েছে তারা

বিদেশ নয়, আল্লাহ ও দেশের চিকিৎসকদের উপরই আমার পূর্ণ আস্থা ছিল

বিমানবন্দরে আটকে দেওয়া হলো লতিফ সিদ্দিকীর ভাইকে

রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল স্বামী-স্ত্রীর