ই-পেপার সোমবার, ২৬ জানুয়ারি ২০২৬, ১২ মাঘ ১৪৩৩
গবেষকদের ধারণা

পৃথিবীর নিয়মেই হয়তো প্রাণের সঞ্চারের পথে বৃহস্পতির চাঁদ ইউরোপা

আমার বার্তা অনলাইন
২৬ জানুয়ারি ২০২৬, ১০:৩৪

বৃহস্পতির বরফঢাকা উপগ্রহ ইউরোপার তলদেশে লুকিয়ে থাকা বিশাল মহাসমুদ্রে প্রাণের অস্তিত্ব রক্ষাকারী রাসায়নিক উপাদান থাকতে পারে বলে ধারণা করছেন বিজ্ঞানীরা। সাম্প্রতিক এক গবেষণায় এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।

বৃহস্পতির কয়েক ডজন উপগ্রহের মধ্যে ইউরোপা নিয়ে বিজ্ঞানীদের আগ্রহ দীর্ঘদিনের। এর উপরিভাগের ফাটল ধরা বরফের স্তরের নিচে একটি সুবিশাল লবণাক্ত মহাসাগর রয়েছে বলে ধারণা করা হয়, যাতে পৃথিবীর সব মহাসাগরের মিলিত পানির পরিমাণের চেয়েও দ্বিগুণ পানি থাকতে পারে। এই কারণেই সৌরজগতের মধ্যে ভিনগ্রহে প্রাণের অনুসন্ধানের জন্য ইউরোপাকে অন্যতম সম্ভাবনাময় স্থান হিসেবে বিবেচনা করা হয়।

তবে পৃথিবীর মহাসাগরগুলোর সাথে ইউরোপার বড় পার্থক্য হলো, এর সমুদ্র সূর্যালোক ও অক্সিজেন থেকে পুরোপুরি বিচ্ছিন্ন। ফলে সেখানে সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য বা শক্তি উৎপাদন সম্ভব নয়। এমন পরিবেশে প্রাণের টিকে থাকার জন্য রাসায়নিক শক্তির ওপর নির্ভর করতে হয়। কিন্তু বিজ্ঞানীদের সামনে বড় প্রশ্ন ছিল—বৃহস্পতির তীব্র বিকিরণের ফলে ইউরোপার পৃষ্ঠে যে প্রাণরক্ষাকারী অক্সিডেন্ট (Oxidant) তৈরি হয়, তা পুরু বরফের স্তর ভেদ করে নিচের মহাসাগরে পৌঁছায় কীভাবে?

ওয়াশিংটন স্টেট ইউনিভার্সিটির গবেষকদের নতুন এক গবেষণা বলছে, ইউরোপার ভূতাত্ত্বিক প্রক্রিয়ার মধ্যেই লুকিয়ে আছে এর সমাধান। গবেষকদের মতে, ইউরোপার পৃষ্ঠতলের বরফের কিছু অংশ ধীরে ধীরে নিচের দিকে তলিয়ে যায়। অত্যন্ত ধীরগতির হলেও এই নিরবচ্ছিন্ন প্রক্রিয়ার মাধ্যমেই উপরিভাগের জীবনদায়ী রাসায়নিক উপাদানগুলো বরফের স্তর ভেদ করে নিচের মহাসাগরে গিয়ে পৌঁছায়।

গবেষণাপত্রটির প্রধান লেখক এবং বর্তমানে ভার্জিনিয়া টেক-এর পোস্টডক্টরাল গবেষক অস্টিন গ্রিন এক বিবৃতিতে বলেন, গ্রহবিজ্ঞান বা প্ল্যানেটারি সায়েন্সের ক্ষেত্রে এটি একটি সম্পূর্ণ নতুন ধারণা, যা মূলত পৃথিবী নিয়ে গবেষণার একটি সুপ্রতিষ্ঠিত তত্ত্ব থেকে অনুপ্রাণিত। সবচেয়ে দারুণ বিষয় হলো—এই নতুন ধারণাটি ইউরোপায় প্রাণের বসবাসের উপযোগী পরিবেশ নিয়ে দীর্ঘদিনের এক সমস্যার সমাধান দিচ্ছে। এটি ইউরোপার মহাসাগরে ভিনগ্রহের প্রাণের অস্তিত্বের সম্ভাবনার ক্ষেত্রে একটি ইতিবাচক ইঙ্গিত।

বিভিন্ন মহাকাশযানের পাঠানো ছবি থেকে বিজ্ঞানীরা আগে থেকেই জানতেন যে, বৃহস্পতির প্রবল মহাকর্ষীয় টানের কারণে ইউরোপার উপরিভাগ ভূতাত্ত্বিকভাবে অত্যন্ত সক্রিয়। তবে নতুন এই গবেষণা অনুযায়ী, ইউরোপার পৃষ্ঠতলের এই চলন বা মুভমেন্ট মূলত আনুভূমিকভাবে ঘটে থাকে, উলম্বভাবে নয়।

বিজ্ঞানীদের মতে, বরফের স্তরে বড় ধরনের ফাটল তৈরির মতো চরম কোনো ঘটনা ছাড়া উপরিভাগের কোনো উপাদানের পক্ষে নিচে নামার সুযোগ সীমিত ছিল। কিন্তু নতুন এই তত্ত্বে সেই সীমাবদ্ধতা দূর হওয়ার সম্ভাবনা দেখছেন গবেষকরা।

গবেষণায় আরও উল্লেখ করা হয়েছে, বৃহস্পতির এই উপগ্রহটির পৃষ্ঠের কাছাকাছি থাকা বরফ সাধারণত একটি অনমনীয় বা জমাটবদ্ধ ঢাকনার মতো আচরণ করে। বরফের এই কঠিন আচরণের কারণে উপরিভাগের অক্সিডেন্টগুলোর নিচের মহাসাগরে পৌঁছানো আরও কঠিন হয়ে পড়ে।

তবে কম্পিউটার মডেল ব্যবহার করে গবেষকরা দেখতে পেয়েছেন, ইউরোপার পৃষ্ঠের কাছাকাছি থাকা লবণাক্ত বরফের পকেটগুলো আশপাশের বিশুদ্ধ বরফের তুলনায় যেমন ঘন, তেমনি কাঠামোগতভাবে দুর্বল হতে পারে। গবেষণার তথ্য অনুযায়ী, নির্দিষ্ট পরিস্থিতিতে এই ঘন বরফের অংশগুলো মূল স্তর থেকে বিচ্ছিন্ন হয়ে ধীরে ধীরে নিচের দিকে নামতে শুরু করে।

বিজ্ঞানীদের ধারণা, এই প্রক্রিয়ায় বরফের স্তর ভেদ করে রাসায়নিক উপাদানগুলো নিচের মহাসাগরে পৌঁছাতে সময় লাগতে পারে মাত্র ৩০ হাজার বছর। মহাজাগতিক সময়ের হিসেবে যা অত্যন্ত সংক্ষিপ্ত।

এই বিশেষ প্রক্রিয়াটি ‘লিথোস্ফিয়ারিক ফাউন্ডিং’ নামে পরিচিত, যা অনেকটা পৃথিবীর ভূতাত্ত্বিক প্রক্রিয়ার মতোই। পৃথিবীতে গ্রহের সবচেয়ে বাইরের স্তরের কিছু অংশ ম্যান্টলে বা ভূ-অভ্যন্তরে তলিয়ে যাওয়ার যে ঘটনা ঘটে, তার সঙ্গে এর মিল রয়েছে। উল্লেখ্য, ২০২৫ সালে বিজ্ঞানীরা ক্যালিফোর্নিয়ার সিয়েরা নেভাদা পর্বতমালার নিচে এই ধরনের প্রক্রিয়ার প্রমাণ পেয়েছিলেন।

ইউরোপাতেও একই ধরনের প্রক্রিয়া কাজ করছে কি না, তা যাচাই করতে অস্টিন গ্রিন ও তার দল কম্পিউটার মডেলের সাহায্য নেন। তারা ইউরোপার প্রায় ১৮ দশমিক ৬ মাইল (৩০ কিলোমিটার) পুরু বরফের স্তরের ওপর বিভিন্ন ধরনের পরিস্থিতি বিবেচনা করে পরীক্ষা চালান। গবেষণায় দেখা গেছে, তাদের পরীক্ষা করা ছয়টি ভিন্ন পরিস্থিতির প্রতিটিতেই উপরিভাগের অন্তত ৩০০ মিটার গভীরে থাকা উপাদানগুলো বরফের স্তরের একদম তলদেশে পৌঁছাতে সক্ষম হচ্ছে।

গবেষণার সিমুলেশনে দেখা গেছে, কিছু ক্ষেত্রে এই তলিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু হতে ১০ থেকে ৩০ লাখ বছর সময় লাগে এবং বরফের স্তরের একদম নিচে পৌঁছাতে সময় লাগে প্রায় ৫০ লাখ থেকে ১ কোটি বছর। তবে গবেষণাপত্রটি বলছে, যেসব স্থানে বরফের স্তর বেশি ক্ষতিগ্রস্ত বা দুর্বল, সেখানে মাত্র ৩০ হাজার বছরের মধ্যেই এই পতন প্রক্রিয়া শুরু হতে পারে।

গবেষকরা জানিয়েছেন, লবণের পরিমাণ যেমনই হোক না কেন, উপরিভাগের বরফ যদি কিছুটা দুর্বল বা ভঙ্গুর অবস্থায় থাকে, তবে প্রায় সব ক্ষেত্রেই এই প্রক্রিয়া কার্যকর হয়।

গবেষণা অনুযায়ী, এই বিশেষ প্রক্রিয়াটি ইউরোপার উপরিভাগের উপাদানগুলোকে নিচের মহাসাগরে পৌঁছে দেওয়ার জন্য একটি ‘দ্রুত ও কার্যকর পদ্ধতি’ হতে পারে।

আগামী বছরগুলোতে নাসার ‘ইউরোপা ক্লিপার’ মিশনের মাধ্যমে এই উপগ্রহটি সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানা সম্ভব হবে। ২০২৪ সালে উৎক্ষেপণ করা এই মহাকাশযানটি ২০৩০ সালের এপ্রিলে বৃহস্পতির কক্ষপথে পৌঁছানোর কথা রয়েছে। চার বছর মেয়াদি এই মিশনে যানটি ইউরোপার খুব কাছ দিয়ে প্রায় ৫০ বার উড়ে যাবে। এর ফলে বিজ্ঞানীরা উপগ্রহটির তলদেশের মহাসাগরের গভীরতা পরিমাপ করতে পারবেন এবং সেখানে প্রাণের বসবাসের উপযোগী পরিবেশ আছে কি না, তা আরও নিখুঁতভাবে মূল্যায়ন করতে পারবেন।

২০ জানুয়ারি বিজ্ঞান সাময়িকী ‘দ্য প্ল্যানেটারি সায়েন্স জার্নাল’-এ এই গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে। - সূত্র : স্পেসডটকম

আমার বার্তা/জেইচ

তুষারপাতে বিপর্যস্ত হিমাচল : বন্ধ ৭০০ রাস্তা, রাতভর গাড়িবন্দি পর্যটকরা

সুন্দরী প্রকৃতি ৪৮ ঘণ্টা তুষারপাতে হয়ে উঠেছে ভয়ংকর সুন্দর! শৈলশহর মানালির রাস্তাঘাট হিমশীতল বরফের আচ্ছাদনে

ফিলিপাইনে ৩৪২ জন যাত্রীসহ ডুবে গেল ফেরি, নিহত ১৫

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ বাসিলানে ৩৩২ জন যাত্রী এবং ২৭ জন ক্রুসহ একটি ফেরি ডুবে গেছে।

বাংলাদেশের একাত্তরের বন্ধু সাংবাদিক মার্ক টালির জীবনাবসান

বিবিসির প্রখ্যাত সাংবাদিক মার্ক টালি আর নেই। আজ রোববার দিল্লির একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ

যুক্তরাষ্ট্রে শক্তিশালী তুষারঝড় : চার হাজার ফ্লাইট বাতিল

যুক্তরাষ্ট্রের দৈত্যকার তুষারঝড়ের প্রভাবে গতকাল শনিবার প্রায় চার হাজার ফ্লাইট বাতিল করা হয়েছে। এছাড়া বিদ্যুৎ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নীলফামারীর চীন মৈত্রী হাসপাতাল হবে গুরুত্বপূর্ণ চিকিৎসা কেন্দ্র

জাতীয় ডেটা সেন্টারের সক্ষমতা বৃদ্ধিতে ১৯টি নতুন ক্লাউড সেবা চালু

বিমানের টিকিট না পাওয়ায় রাজশাহীতে তারেক রহমানের সফর পেছাল

শরিয়াহ প্রশ্নে জামায়াতের অবস্থান জনগণের সঙ্গে প্রতারণা: ফয়জুল করীম

নারীকে নিয়ে অশালীন মন্তব্য: জামায়াত নেতার জিহ্বা ছিঁড়ে ফেলার হুঁশিয়ারি

তুষারপাতে বিপর্যস্ত হিমাচল : বন্ধ ৭০০ রাস্তা, রাতভর গাড়িবন্দি পর্যটকরা

গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই এখনও শেষ হয়নি: সুজন সম্পাদক

‘কোথাও যাচ্ছি না’ বলে মধ্যরাতে দেশ ছাড়লেন বিসিবি সভাপতি

জুলাইযোদ্ধাদের দায়মুক্তি ও আইনি সুরক্ষা দিয়ে অধ্যাদেশ জারি

বিশ্বকাপসহ বিসিবির নানা বিষয়ে মুখ খুললেন আমিনুল হক

কৃষি ও কর্মসংস্থান খাতে আমূল পরিবর্তনের প্রতিশ্রুতি তারেক রহমানের

পৃথিবীর নিয়মেই হয়তো প্রাণের সঞ্চারের পথে বৃহস্পতির চাঁদ ইউরোপা

সংসদ নির্বাচনে থাকছেন ৫৫ হাজার দেশি ও ৫০০ বিদেশি পর্যবেক্ষক

কোনো কোনো দল দেশের মানুষকে ধোঁকা দিতে চায়: তারেক রহমান

হাবিবসহ ৮ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলার রায় আজ

ফিলিপাইনে ৩৪২ জন যাত্রীসহ ডুবে গেল ফেরি, নিহত ১৫

গাজীপুরে বিশ্ব কুষ্ঠ দিবস পালন ৮ বছরে গাজীপুরে ৪২৭ জন কুষ্ঠ রোগী সনাক্ত

আমানতের মালিক নয়, চৌকিদার হতে চাই: শফিকুর রহমান

২৬ জানুয়ারি ঘটে যাওয়া নানান ঘটনা

গণভোট দেশের রাজনীতির গতিধারা পাল্টে দেবে: ধর্ম উপদেষ্টা