মাইক্রোসফট তাদের নতুন উইন্ডোজ ১১ আপডেটে যুক্ত করেছে একাধিক কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক ফিচার। এর মধ্যে অন্যতম হলো ‘কোপাইলট ভিশন’। যা আপনার কম্পিউটারের স্ক্রিনে খোলা থাকা সব অ্যাপ্লিকেশন ও ওয়েবসাইট পর্যবেক্ষণ করে আপনাকে সহায়তা করতে পারবে। এছাড়াও থাকছে “ক্লিক টু ডু”, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সেটিংস সহকারী, পেইন্টে স্টিকার তৈরি করার সুবিধা এবং আরও অনেক কিছু।
নতুন এই সুবিধায় যুক্ত হয়েছে কোপাইলট ভিশন নামের একটি স্মার্ট টুল। এটি আপনার পর্দায় খোলা থাকা সব অ্যাপ্লিকেশন ও ওয়েবপেজ বিশ্লেষণ করে বুঝতে পারে আপনি কী করছেন। আপনি সরাসরি প্রশ্ন করতে পারেন - এই ওয়েবসাইটে কোন তথ্যটি সবচেয়ে গুরুত্বপূর্ণ? কিংবা এই ছবির আলো কিভাবে উন্নত করবো?
এই টুল শুধু দেখেই নয়, বরং নির্দেশনা দিয়ে আপনাকে সাহায্যও করবে। মাইক্রোসফট ২০২৪ সালে সীমিত আকারে এটি পরীক্ষামূলক চালু করেছিল, এবার এটি সবার জন্য চালু হচ্ছে।
এক ক্লিকে কাজ সম্পন্ন করুন:
এই ফিচার তখনই সক্রিয় হবে, যখন আপনি উইন্ডোজ কী চেপে ধরে কোনো লেখা বা আইকনের উপর মাউসের বাম বোতামে ক্লিক করবেন। এটি দিয়ে আপনি করতে পারবেন - নির্দিষ্ট লেখা নির্বাচন করে তার সারাংশ তৈরি, মাইক্রোসফট ওয়ার্ডে কাগজপত্র লেখার খসড়া তৈরি, টিমস মিটিং সময় নির্ধারণের মতো কাজগুলো।
পেইন্ট ও ছবি সম্পাদনায় নতুন সুবিধা
কোপাইলট প্লাস পিসি ব্যবহারকারীরা আরও কিছু বুদ্ধিমত্তাসম্পন্ন ফিচার উপভোগ করতে পারবেন। যেমন-
স্টিকার তৈরি করার টুল: আপনার ছবির ভিত্তিতে কৃত্রিম বুদ্ধিমত্তা স্বয়ংক্রিয়ভাবে স্টিকার তৈরি করবে।
বস্তুর নির্বাচন টুল: ছবি থেকে নির্দিষ্ট অংশ বাছাই করে আলাদা করা যাবে ও সম্পাদনা করা যাবে।
নিখুঁত স্ক্রিনশট টুল: স্নিপিং টুল দিয়ে পর্দার নির্দিষ্ট অংশ নিখুঁতভাবে সংরক্ষণ করা যাবে।
ছবির আলো ঠিক করার বুদ্ধিমত্তাসম্পন্ন টুল: আলোকছায়া স্বয়ংক্রিয়ভাবে উন্নত করা যাবে।
সবার জন্য আরও কিছু নতুন সাধারণ সুবিধা
এআই ছাড়াও নতুন উইন্ডোজ হালনাগাদে যুক্ত হয়েছে কিছু সাধারণ কিন্তু কার্যকর ফিচার। এর মধ্যে উল্লেখযোগ্য হলো স্নিপিং টুলে এখন সহজেই পর্দার যেকোনো রঙ নির্বাচন করে ব্যবহার করা যাবে। এছাড়াও যদি কম্পিউটার বারবার হঠাৎ বন্ধ হয়ে যায়, তাহলে এটি নিজেই সমস্যার সমাধান করবে।
মাইক্রোসফট জানিয়েছে, আগামী এক মাসের মধ্যে পর্যায়ক্রমে সব ব্যবহারকারীর কাছে এই সুবিধাগুলো পৌঁছে যাবে। কিছু ফিচার ইতোমধ্যেই উইন্ডোজের নতুন নন-সিকিউরিটি প্রিভিউ আপডেটে মাইক্রোসফট স্টোরে পাওয়া যাচ্ছে।
আমার বার্তা/এল/এমই