নারী ওয়ানডে বিশ্বকাপের আর ৫০ দিন বাকি। আর এই মেগা টুর্নামেন্টের আগে অনেকদিন ধরেই কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলছে না নিগার সুলতানা জ্যোতিরা। বিশ্বকাপের আগে খেলোয়াড়দের প্রস্তুত রাখতে তাই বিকল্প পথ বেছে নিয়েছে বিসিবি। ছেলেদের অনূর্ধ্ব-১৫ দল এবং নারী ক্রিকেটাররা দুটি দলে ভাগ হয়ে একটি সিরিজ খেলবে।
৩ দলের এই টুর্নামেন্টের নাম দেওয়া হয়েছে উইমেন’স চ্যালেঞ্জ কাপ ওয়ানডে চ্যাম্পিয়নশিপ। ইতোমধ্যে এই সিরিজের সূচিও ঘোষণা করেছে বিসিবি। রাউন্ড-রবিন লিগ পদ্ধতিতে প্রতিটি দল একে অপরের বিপক্ষে দুইবার করে খেলবে। প্রতিটি ম্যাচই হবে সাভারের বিকেএসপিতে। আগামী সোমবার (১৮ আগস্ট) থেকে সিরিজটি শুরু হবে।
চলতি বছরের এপ্রিলে বিশ্বকাপ বাছাইয়ে অংশ নিতে পাকিস্তান গিয়েছিল বাংলাদেশ। সেটাই টাইগ্রেসদের শেষ আন্তর্জাতিক সিরিজ। এরপর গত ৪ মাস ধরে কোনো সিরিজ নেই বাংলাদেশ নারী দলের। বিসিবির পক্ষ থেকে সিরিজ আয়োজনের চেষ্টা করা হলেও নানা বাস্তবতায় তা সম্ভব হয়নি।
ম্যাচ না থাকলেও ব্যস্ততার মাঝেই আছেন জ্যোতি-ফাহিমারা। বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে এরই মধ্যে সিলেটে এক মাসের অনুশীলন ক্যাম্প করে এসেছে বাংলাদেশ দল। কয়েকদিন বিরতির পর বিকেএসপিতে বর্তমানে দ্বিতীয় ধাপের ক্যাম্প চলছে। তবে শুধু অনুশীলন করাটা প্রস্তুতির জন্য পর্যাপ্ত নয়। ম্যাচ পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতেই এই সিরিজ আয়োজন করেছে বিসিবি।
আসন্ন নারী বিশ্বকাপের আয়োজক ভারত। হাইব্রিড পদ্ধতিতে হওয়ায় যার কিছু ম্যাচ হবে শ্রীলঙ্কাতে। বাংলাদেশের প্রথম ম্যাচ পাকিস্তানের বিপক্ষে ২ অক্টোবর। এই ম্যাচটি হবে কলম্বোতে।
আমার বার্তা/এমই