ই-পেপার সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৪ আশ্বিন ১৪৩২

সভাপতির চিঠি নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত, বিসিবি নির্বাচনে বাধা নেই

আমার বার্তা অনলাইন:
২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৪৪
আপডেট  : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৪৬

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনুষ্ঠিতব্য নির্বাচনে বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থা থেকে সাধারণ পরিষদে কাউন্সিলার মনোনয়ন বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের চিঠির কার্যকারিতা ১৫ দিনের জন্য স্থগিত করেছিলেন হাইকোর্ট। গত ২২ সেপ্টেম্বর হাইকোর্টের দেওয়া এই আদেশ স্থগিত চেয়ে ওইদিনই আবেদন করে রাষ্ট্রপক্ষ। সেদিন আবেদনের শুনানি মুলতবি রেখে হাইকোর্টের আদেশ স্থগিত করে দেন আপিল বিভাগের চেম্বার আদালত। এই স্থগিতাদেশের মেয়াদ ৫ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে। ফলে নির্বাচন অনুষ্ঠানে আর কোনো বাধা থাকল না।

রাষ্ট্রপক্ষের ওই আবেদনে শুনানির পর আজ রোববার আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব এই আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফ, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক। আমিনুল ইসলামের চিঠি চ্যালেঞ্জ করা রিট আবেদনকারীদের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। আর বিসিবির পক্ষে ছিলেন আইনজীবী মাহিন এম রহমান।

হাইকোর্টের আদেশের স্থগিতাদেশ চলমান থাকায় বিসিবির নির্বাচন অনুষ্ঠানে আপাতত কোনো বাধা নেই বলে জানিয়েছেন বোর্ডের আইনজীবী মাহিন এম রহমান।

বিসিবির আইনজীবী সাংবাদিকদের বলেন, ‘হাইকোর্টের আদেশে চেম্বার আদালতের দেওয়া স্থগিতাদেশের মেয়াদ আগামী ৫ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে। এর ফলে বিসিবির নির্বাচন সামনে রেখে যে কার্যক্রম চলছে, তা চলতে এবং নির্বাচন অনুষ্ঠানে কোনো বাধা থাকছে না।’

গত ২১ সেপ্টেম্বর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনের তপশিল ঘোষণা কর হয়। ঘোষিত তপশিল অনুযায়ী নির্বাচনের ভোট গ্রহণের তারিখ আগামী ৬ অক্টোবর। বিসিবির গঠনতন্ত্রে উল্লেখ আছে, জেলা বা বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে একজন সাবেক খেলোয়াড় বা ক্রীড়া সংগঠককে কাউন্সিলার করতে হবে। মনোনীত কাউন্সিলররা নির্বাচনে ভোট দিয়ে থাকেন। গত ১ সেপ্টেম্বর কাউন্সিলার মনোনয়ন করতে বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থাগুলোকে চিঠি দেওয়া হয়।

গত ১৭ সেপ্টেম্বর ছিল মনোনীত কাউন্সিলারদের নাম জমা দেওয়ার শেষ তারিখ। এর মধ্যে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে কাউন্সিলার মনোনীত হয়েছিলেন সাবেক খেলোয়াড় ও ক্রীড়া সংগঠকদের অনেকে। কিন্তু গত ১৮ সেপ্টেম্বর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব বরাবর পাঠানো বিসিবি সভাপতি আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়, বিসিবির কাউন্সিলার হিসেবে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্যদের মধ্য থেকে নাম প্রেরণের বাধ্যবাধকতা থাকলেও তা যথাযথভাবে মানা হয়নি। আগের ফরম বাতিল করে তাই বিসিবি থেকে পাঠানো নতুন ফরম যথাযথভাবে পূরণ করে ২২ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টার মধ্যে কাউন্সিলারের নাম পাঠাতে হবে।

এই চিঠির কার্যকারীতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন মনোনীত কাউন্সিলার রাজবাড়ির মঞ্জুরুল আলম, গোপালগঞ্জের জসিম উদ্দিন খসরু, লক্ষ্মীপুরের মঈনুদ্দিন চৌধুরী ও টাঙ্গাইলের আলী ইমাম।

শুনানির পর রুলসহ আদেশ দেন বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের হাইকোর্ট বেঞ্চ। গত ১৮ সেপ্টেম্বর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব দেওয়া বিসিবি সভাপতি আমিনুল ইসলামের চিঠি কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ও বেআইনি ঘোষণা করা হবে না, জানতে চাওয়া হয় রুলে। বিসিবি সভাপতিসহ বিবাদীদের ১০ দিনের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়।

আর অন্তবর্তী আদেশে চিঠির কার্যকারিতা ১৫ দিনের জন্য স্থগিত করেন হাইকোর্ট। এই আদেশের ঘণ্টা দেড়েক পরেই তা স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। এই আবেদনে শুনানি মুলতবি করে হাইকোর্টের আদেশ রোববার পর্যন্ত স্থগিত করে দেন আপিল বিভাগের চেম্বার আদালত। সেই ধারাবাহিকতায় আবেদনটিতে শুনানির পর স্থগিতাদেশের মেয়াদ ৫ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়। ওইদিন আবেদনটিতে ফের শুনানি হবে বলে জানিয়েছেন আইনজীবীরা।

আমার বার্তা/এমই

হাসিনার বিরুদ্ধে সর্বশেষ সাক্ষীর জবানবন্দি, দেখানো হলো ১৭ ভিডিও

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে করা মামলার

রিমান্ডের আদেশ শুনে কাঠগড়ায় ঢলে পড়েন এনায়েত করিম

পুলিশের সাবেক আইজিপি বেনজীর পরিবারের অর্থপাচার মামলায় অন্তর্বর্তী সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে গ্রেপ্তার মার্কিন নাগরিক

বাংলাদেশ ল’ অ্যালায়েন্সের নতুন কমিটি, নেতৃত্বে এলেন যারা

বাংলাদেশ ল' অ্যালায়েন্সের কমিটি পুনর্গঠন করা হয়েছে। সংগঠনের গঠনতন্ত্র মোতাবেক কার্যক্রমকে আরও গতিশীল করার জন্য

জয়পুরহাটে মাদ্রাসা শিক্ষককে মারধরের ঘটনায় দুই ভাইয়ের কারাদণ্ড

জয়পুরহাটের কালাই উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের ওপর প্রকাশ্যে হামলা ও মারধরের ঘটনায় দুই সহোদরকে ১৫
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্গাপূজা উপলক্ষে বড়লেখায় ইউএনও'র পূজামণ্ডপ পরিদর্শন

শার্শায় সাংবাদিক মনি’র মুক্তি দাবি, ওসিকে অপসারণের হুঁশিয়ারি

অনলাইনে জুয়া খেলার বিরোধে তাড়াইলে যুবক নিহত

মধ্যনগরে ২০০ লিটার চুলাই মদ জব্দ করলো প্রশাসন

খাগড়াছড়িতে সেনা-পুলিশসহ আহত অনেকে, তিন পাহাড়ি নিহত

শিক্ষার্থীদের চেয়ে শিক্ষকদের ব্যক্তিস্বার্থকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে: ফায়েজ

দুই দাবিতে ইউজিসিতে জবি ছাত্রদলের স্মারকলিপি প্রদান

শিশুকে হত্যা করে সেপটিক ট্যাংকে ফেলে রাখেন স্কুলশিক্ষক চাচি: পুলিশ

খাগড়াছড়িতে অবরোধকারীদের সঙ্গে সংঘর্ষে মেজরসহ ১১ সেনাসদস্য আহত

সেপ্টেম্বর মাসের ২৭ দিনে রেমিট্যান্স এলো ২৮ হাজার কোটি

সংবাদ ও জনসংযোগে শক্তিশালী এআই প্রযুক্তি আবিষ্কার অপরিহার্য: নাহার খান

সনি এক্সপোর মেয়াদ বাড়ল আরো ২ দিন

বিএজেএফের সভাপতি সাইদ শাহীন, সম্পাদক আবু খালিদ

একীভূত হতে যাওয়া ৫ ব্যাংকের প্রশাসকের নাম চূড়ান্ত

জুলাই সনদের আইনি ভিত্তির আলোকে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন চায় জামায়াত

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

সরকারি ব্যবস্থাপনায় হজের ৩ প্যাকেজ ঘোষণা, কমলো বিমান ভাড়া

ইলিশের আকার অনুযায়ী দাম নির্ধারণের সুপারিশ ট্যারিফ কমিশনের

সভাপতির চিঠি নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত, বিসিবি নির্বাচনে বাধা নেই

সাবেক সিইসিদের পরিণতি স্মরণ করিয়ে দেওয়া হলো বর্তমান সিইসিকে