ই-পেপার বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩২

প্রতিশোধের মানসিকতা না রেখে সবাই মিলে দেশ গড়তে হবে

অনলাইন ডেস্ক
০৭ আগস্ট ২০২৪, ১৩:০৯
আপডেট  : ০৭ আগস্ট ২০২৪, ১৩:১৮
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ফাইল ছবি

গণআন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতন ঘটানোয় আন্দোলনকারী শিক্ষার্থীসহ দেশবাসীকে ধন্যবাদ জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সেই সঙ্গে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে তিনি বলেছেন, প্রতিশোধের মানসিকতা না রেখে সবাই মিলে দেশ গড়তে হবে।

বুধবার (৭ আগস্ট) সকালে খালেদা জিয়ার বরাতে একটি জাতীয় দৈনিককে একথা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার নির্বাহী আদেশে মুক্তি দেয়া হয় বেগম খালেদা জিয়াকে। এরপর দিবাগত রাত ১২টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে দেখা করেন মির্জা ফখরুল।

বিএনপি মহাসচিব জানান, এই পরিবর্তিত সময় ও সরকার পরিবর্তনের ঘটনাপ্রবাহ পুরোপুরি পর্যবেক্ষণ করেছেন বেগম জিয়া। পুরো বিষয় তিনি জানেন।

সংবাদমাধ্যমটিকে মির্জা ফখরুল বলেন, ‘‘শিক্ষার্থীরা আন্দোলন করে স্বৈরাচার সরকারের পতন ঘটিয়েছে, এ জন্য বেগম খালেদা জিয়া শিক্ষার্থীর ও দেশবাসীকে ধন্যবাদ জানিয়েছেন। পাশাপাশি সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছে শান্ত থাকতে বলেছেন। তিনি বলেছেন, সরকার এত দিন ধরে নির্যাতন-নিপীড়ন করলেও প্রতিশোধের মানসিকতা রাখা যাবে না। সবাই মিলে এই দেশ গড়ে তুলতে হবে।’’

এছাড়া দলের নেতাকর্মীদের বিশেষ করে যুবদল-ছাত্রদলকে দেশের প্রতিটি এলাকায় মন্দির-উপাসনালয় দেখে রাখার জন্য বেগম জিয়া নির্দেশনা দিয়েছেন বলেও জানান মির্জা ফখরুল। তিনি বলেন, সংখ্যালঘুদের নিরাপত্তাহীনতা দূর করতে বিএনপি-যুবদল-ছাত্রদল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে-এটাই দলের সিদ্ধান্ত।

বিএনপি মহাসচিব আরও জানান, বিএনপি চেয়ারপারসন আশা করছেন, শিগগিরই দেশের পরিস্থিতি স্বাভাবিক হবে, শিক্ষার্থীরা লেখাপড়ায় ফিরবেন, জনগণের প্রত্যাশার সরকার আসবে এবং সুষ্ঠু রাজনীতির ধারা ফিরে আসবে।

নির্বাহী আদেশে মুক্তি পাওয়ার পর বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বেগম জিয়ার সঙ্গে সাক্ষাত প্রসঙ্গে ফখরুল বলেন, বহুদিন পর মুক্ত বেগম খালেদা জিয়াকে দেখলাম। তিনি মানসিকভাবে ভালো আছেন, শারীরিকভাবে তাকে কিছুটা ক্লান্ত দেখাচ্ছিল।

এদিকে বেগম জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে নেয়ার প্রস্তুতির বিষয়ে মির্জা ফখরুল জানান, সরকার এতদিন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পাসপোর্ট নিয়ে ঝামেলা করছিল। তবে এখন তিনি পাসপোর্ট হাতে পেয়েছেন। উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেয়ার প্রস্তুতি আছে। তবে দেশের যে চিকিৎসকরা তাকে দেখছেন, তারা এখনো ফ্লাই করার অনুমতি দেননি। তারা বেগম জিয়ার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন। চিকিৎসকরা অনুমতি দিলেই তাকে চিকিৎসার জন্য বিদেশে নেয়ার ব্যবস্থা করা হবে। কোথায় নেয়া হবে সেটি এখনো নির্ধারণ করা হয়নি বলেও জানিয়েছেন মির্জা ফখরুল।

আমার বার্তা/জেএইচ

মুক্তা চৌধুরীর পর পদ হারালেন তার স্ত্রীও

চোরাই গরু দিয়ে ভূরিভোজ করার আলোচিত বিএনপি নেতা মাহমুদুল হাসান মুক্তা চৌধুরীর পর এবার তার

ভারতের ৪৫ ভাগ ডাক্তার ভুয়া: পিনাকী ভট্টাচার্য

ভারতের প্রাক্টিসিং  ডাক্তারদের ৪৫ শতাংশের কোন ফরমাল মেডিক্যাল ডিগ্রি নাই বলে মন্তব্য করেছেন আলোচিত বাংলাদেশি

মঈন খান ও আমির খসরুকে প্রধান করে বিএনপির দুই কমিটি

দ্রব্যমূল্যের ক্রমাগত ঊর্ধ্বগতি ও সাইবার সুরক্ষা নিয়ে বিস্তারিত আলোচনা করে জাতির সামনে তুলে ধরতে দুটি

ক্রিস্টিনের সঙ্গে আমার তিন বছর আগে বিচ্ছেদ হয়েছে: জয়

তিন বছর আগে স্ত্রী ক্রিস্টিনার সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়েছে বলে জানিয়েছেন ছাত্র-জনতার অভ্যুত্থানে পালিয়ে যাওয়া
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেব্রুয়ারিতে রাজনৈতিক দলের সঙ্গে সংস্কার প্রতিবেদন নিয়ে আলোচনা

পাঠ্যপুস্তক বোর্ডের সামনে শিক্ষার্থীদের দুই পক্ষের সংঘর্ষ

৬ কমিশনের মেয়াদ আরও এক মাস বাড়ানো হবে: রিজওয়ানা হাসান

শামীম ওসমান ও নানক পরিবারের বিরুদ্ধে দুর্নীতির মামলা

খালেদা জিয়ার সম্মানহানি করা হয়েছে: রায়ের রিভিউতে আদালত

সংস্কার প্রতিবেদনের আলোকে গণঅভ্যুত্থানের চার্টার তৈরি হবে

চার সংস্কার কমিশনের প্রতিবেদনে যেসব সুপারিশ থাকছে

জবির দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে হস্তান্তর

কর বৃদ্ধিতে সাধারণ মানুষের ওপর কতটা প্রভাব পড়বে

বেগম জিলহজ্জ রাজ্জাক মেমোরিয়াল ফাউন্ডেশনের উদ্যোগে ড. জহির খান বৃত্তি প্রদান

ডাকসু নির্বাচন : সর্বোচ্চ ৭ বছর ভোটার ও প্রার্থী হওয়ার সুপারিশ

তরুণ বেকারদের কর্মসংস্থানের লক্ষ্যে আনসারে জনবল বাড়ানো হচ্ছে

পুলিশ পরিচয়ে আওয়ামী লীগ কর্মীকে তুলে নিয়ে কুপিয়ে হত্যা

চার হাজার বাংলাদেশি কর্মী নেওয়ার ঘোষণা দিলো গ্রিস

কিশোরগঞ্জে নার্সের ভুল ইনজেকশনে ২ রোগীর মৃত্যু

হাদিসে যেভাবে ভিক্ষাবৃত্তিতে অনুৎসাহিত করা হয়েছে

পারিশ্রমিক না পাওয়ায় অনুশীলন বয়কট রাজশাহীর ক্রিকেটারদের

কোন কারণে বেশি রাগ হয়?

ঠাকুরগাঁওয়ে বিএসএফের হাতে বাংলাদেশি আটক

মুক্তা চৌধুরীর পর পদ হারালেন তার স্ত্রীও