
জামায়াতে ইসলামী সম্পর্কে আবারও মুখ খুললেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মাওলানা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী। এবার তিনি জামায়াতকে কাদিয়ানিদের সঙ্গে তুলনা করেছেন। বলেছেন, কাদিয়ানি ফেতনার চেয়েও জামায়াতের ফেতনা বড়। জামায়াতকে ‘ঈমানের বড় ডাকাত’ আখ্যায়িত করে এই ফেতনা নির্মূলের আহ্বান জানিয়েছেন তিনি।
শুক্রবার (৭ নভেম্বর) চট্টগ্রামের ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদরাসার ১০৩তম বার্ষিক মাহফিলের সমাপনী দিনে তিনি এসব কথা বলেন। তিনি এই মাদরাসার মহাপরিচালক।
মাওলানা মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেন, ‘ঈমান-আকিদা রক্ষায় বাংলাদেশ থেকে জামায়াতে ইসলামকে নির্মূলের চেষ্টা করতে হবে। বাংলাদেশে এত বড় জাহেল থাকতে পারে না, যারা হজরত ওমর (রা.) সহ সাহাবায়ে কেরামদের নিয়ে কটূক্তি করে।’
জামায়াতে ইসলামীকে কাদিয়ানির ফেতনার সঙ্গে তুলনা করে তিনি বলেন, ‘কাদিয়ানিরা ঈমানের যত ক্ষতি করতে পারেনি, জামায়াতে ইসলামী তার চেয়ে বেশি ক্ষতি করেছে।’
হেফাজত আমির বলেন, ‘জামায়াতে ইসলামী নাম দিয়েছে ইসলামি সংগঠন হিসেবে, কিন্তু তারা ঈমানের বড় ডাকাত। আমাদের আকাবিররাও বলেছেন জামায়াতে ইসলামীর ইসলাম আর আমাদের ইসলাম এক নয়। আমাদের ইসলাম হচ্ছে মদিনার ইসলাম, আর তাদের ইসলাম মওদুদীবাদীর ইসলাম। যদি ঈমানকে হেফাজত করতে চাও, তাহলে জামায়াতে ইসলাম থেকে দূরে থাকো। যারা জামায়াতে ইসলামীতে আছে, তাদের ঈমান আছে কি না - তা নিয়েও সন্দেহ রয়েছে।’
প্রসঙ্গত, এর আগেও বেশ কয়েকবার জামায়াতে ইসলামীর কড়া সমালোচনা করেন হেফাজত আমির। জামায়াতের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এর প্রতিবাদও জানানো হয়েছে।
মাহফিলে আরও বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, আস-সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট দাঈ শায়খ আহমদুল্লাহ, সায়্যিদ মওদুদ মাদানি (দেওবন্দ, ভারত), আল্লামা আওরঙ্গজেব ফারুকী (করাচি, পাকিস্তান), মুফতি মাহমুদ হাসান (চট্টগ্রাম), মুফতি সাখাওয়াত হোসাইন রাজী (ঢাকা), মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী (ঢাকা) প্রমুখ।
আমার বার্তা/জেএইচ

