ই-পেপার শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫, ২১ ভাদ্র ১৪৩২

গোল না করেও প্রশংসা পাচ্ছেন আনচেলত্তির, বিশ্বকাপে খেলবেন যারা

আমার বার্তা অনলাইন
০৫ সেপ্টেম্বর ২০২৫, ১৩:০০

কার্লো আনচেলত্তি চেয়েছিলেন ব্রাজিল যেন ঘরের মাঠে তাদের শেষ বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ মারাকানায় খেলে। তা মেনেই ঐতিহাসিক এই ভেন্যুতে চিলির বিপক্ষে ম্যাচ ঠিক করে ফুটবল ফেডারেশন (সিবিএফ)। প্রায় ৫৭ হাজার দর্শকের সামনে আজ (শুক্রবার) ব্রাজিল কোচ শিষ্যদের ৩-০ ব্যবধানে বড় জয়ের সাক্ষী হলেন। ম্যাচ শেষে বেশ কয়েকজনের প্রশংসা করেছেন আনচেলত্তি, তবে বেশি স্তুতি করেছেন দুটি গোলে অবদান রাখা লুইজ হেনরিককে নিয়ে।

চিলির বিপক্ষে ম্যাচজুড়ে পজেশন (৬৪ শতাংশ) থেকে শুরু করে আক্রমণ ও শট সর্বত্র দাপট ছিল স্বাগতিক ব্রাজিলের। দলটির হয়ে এদিন গোল করেছেন তরুণ তারকা এস্তেভাও উইলিয়ান, লুকাস পাকেতা ও ব্রুনো গুইমারেস। দ্বিতীয় গোলে সরাসরি বলের যোগান (অ্যাসিস্ট) দিয়েছিলেন হেনরিক, তৃতীয় গোলেও তার অবদান ছিল। বদলি নেমে অল্প সময়ের মাঝেই তিনি ঝলক দেখিয়েছেন। ৭২ মিনিটে অনেকটা পথ ড্রিবলিং ও প্রতিপক্ষকে কাটিয়ে হেনরিক বক্সে ঢুকে শট নেন দ্বিতীয় বারে। লাফিয়ে হেড দিয়ে সেটিকে গোলে পরিণত করেন পাকেতা।

৭৬তম মিনিটে ডি বক্সের কাছ থেকে জোরালো শট নেন হেনরিক। যা চিলি গোলরক্ষককে ফাঁকি দিয়ে ওপরের বারে লেগে বেরিয়ে যাচ্ছিল, তাতে পা ছুঁয়ে গুইমারেস ব্রাজিলকে এগিয়ে দেন তৃতীয় দফায়। অল্প সময়েই হেনরিক দৃষ্টি আকর্ষণ করে ম্যাচ শেষে প্রশংসাও পেলেন আনচেলত্তির, ‘লুইজ হেনরিক অসাধারণ প্রতিভাবান। শারীরিকভাবে শক্তিশালী, এক বনাম একের লড়াইয়ে দুর্দান্ত। দারুণ ফিটনেস দিয়ে ম্যাচের ধারা পাল্টে দিয়েছে সে। যখন অন্যরা ক্লান্ত, তখন এমন প্রতিভাবান খেলোয়াড় মাঠে নামলে খেলা বদলে যায়। জাতীয় দলের জন্য এ ধরনের খেলোয়াড় থাকা অনেক বড় সুবিধা।’

পুরো ম্যাচে পরিকল্পনার বাস্তবায়ন নিয়ে কিংবদন্তি এই কোচ বলেন, ‘মারাকানার পরিবেশ ছিল দুর্দান্ত, দলে ছিল অসাধারণ সমর্থন। আমরা গতি নিয়ে খেলেছি, ভালো রিদমে, ভালো ডিফেন্স ও কার্যকর প্রেসিং দিয়ে। আমার মনে হয়, সমর্থকরা আমাদের মতোই দলের পারফরম্যান্সে খুশি। আমরা সিরিয়াস ম্যাচ খেলেছি, বিশেষ করে প্রথমার্ধে ভালোভাবে রক্ষণে মনোযোগী ছিলাম এবং দলটা ছিল অনেক বেশি কম্প্যাক্ট। গোল করার পর ম্যাচ আমাদের জন্য সহজ হয়ে যায়। দ্বিতীয়ার্ধে চিলি কিছুটা আক্রমণাত্মক হয়েছিল, তবে দ্বিতীয় গোলের পর ম্যাচ পুরোপুরি খুলে যায়।’

বিশ্বকাপের এখনও অনেক সময় বাকি। তবুও আনচেলত্তির সামনে প্রশ্ন করা হয় বিশ্বকাপে কোন খেলোয়াড়রা নিশ্চিত হয়েছেন। জবাবে আনচেলত্তি বলেন, ‘আমাদের দলে অনেক শক্তিশালী নির্দিষ্ট কিছু খেলোয়াড় আছে। তবে ২৫ বা ২৬ জনের তালিকা তৈরি করা সহজ নয়। অন্য কোনো কোচের তুলনায় আমার একটু বেশি কষ্ট হতে পারে আগামী কয়েক মাসে। তবে এটি খুবই ইতিবাচক ব্যাপার। আজ যারা খেলেছে, যারা নেমে ম্যাচের রিদম বদলেছে, সবাইকে পছন্দ হয়েছে আমার। আজকের পারফরম্যান্সে আমি সত্যিই খুশি।’

মারাকানায় চিলিকে বড় ব্যবধানে হারিয়ে ব্রাজিলের উৎসব

ঐতিহাসিক মারাকানায় ২০২২ বিশ্বকাপের আগে ঘরের মাঠে শেষ বাছাইয়ের ম্যাচ খেলেছিল ব্রাজিল। তারই পুনরাবৃত্তি হলো

মেসির হাসি-কান্না ও জোড়া গোলের পর আর্জেন্টিনার বড় জয়

ঘরের মাঠে বিশ্বকাপ বাছাইয়ে সম্ভাব্য শেষ ম্যাচ নিয়ে বেশ রোমাঞ্চিত ছিলেন লিওনেল মেসি। পুরো পরিবার

কুড়িয়ে পাওয়া সুযোগ থেকে হকি বিশ্বকাপের বাছাইপর্বে বাংলাদেশ

এশিয়া কাপ হকিতে কাজাখস্তানকে ৫-১ গোলে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে হকি বিশ্বকাপের বাছাইপর্বে খেলার যোগ্যতা

কোয়াবের সভাপতি নির্বাচিত হলেন মোহাম্মদ মিঠুন

ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) ক্রিকেটারদের সব বিষয় দেখভাল করে। গেল বছরখানেক ধরে এই
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সীমান্তে ৫ কোটি টাকার মোবাইল এক্সোসরিজ জব্দ

তিন দফা দাবিতে গণঅধিকার পরিষদের সংহতি সমাবেশ

ফের দুই মহাসড়ক অবরোধ, ঢাকা-বরিশাল ও খুলনা রুটে যান চলাচল বন্ধ

থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী হলেন আনুতিন চার্নভিরাকুল

প্রিয়নবীকে ভালোবাসার অনন্য দৃষ্টান্ত: আবু আইয়ুব আনসারীর আতিথেয়তা

আবাসন-খাবারের মানোন্নয়নে কার্যকর পদক্ষেপ নেব: সাদিক কায়েম

শ্রীলঙ্কায় পর্যটকবাহী বাস খাদে পড়ে নিহত ১৫

নীলফামারীর সাবেক এমপি সাদ্দাম হোসেন গ্রেপ্তার

আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে মেঝেতে রাত কাটালেন ববি ভিসি

যুক্তরাজ্যে যান্ত্রিক ত্রুটির কারণে ভোগান্তিতে ৫৫ হাজার ডায়াবেটিস রোগী

৪ ঘণ্টা পর প্রশাসনের আশ্বাসে মহাসড়ক অবরোধ প্রত্যাহার

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দেড় লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ

ফের মাথাচাড়া দিয়েছে বার্ড ফ্লু, আক্রান্ত হয়েছে ৪ শিশু

পশ্চিমা সেনারা ইউক্রেনে গেলে লক্ষ্যবস্তু হবে: পুতিন

ফেসবুক পেজ বন্ধ চায় প্রশাসন, অ্যাডমিনকে তলব

অতীতের ইতিহাসের জন্য জনগণের কাছে ক্ষমা চান: জামায়াতকে ফারুক

চাকরির প্রলোভন ও টেলিগ্রামের ফাঁদে কোটি টাকা হাতিয়ে নিয়েছে তারা

বিদেশ নয়, আল্লাহ ও দেশের চিকিৎসকদের উপরই আমার পূর্ণ আস্থা ছিল

বিমানবন্দরে আটকে দেওয়া হলো লতিফ সিদ্দিকীর ভাইকে

রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল স্বামী-স্ত্রীর