কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাংয়ের সীমান্ত পয়েন্ট দিয়ে আবারও মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপির ২৮ সদস্য প্রাণ বাঁচাতে বাংলাদেশে পালিয়ে আসে। পরে সাবরাং বিওপির বিজিবি সদস্যরা তাদের নিরস্ত্রীকরণ করে বিজিবির হেফাজতে নেওয়া হয়েছে।
মঙ্গলবার (১১ জুন) ভোর ৫দিকে টেকনাফের সাবরাং ইউনিয়নের বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে তারা ঢুকে বিজির কাছে আশ্রয় নেয়।
জানা গেছে, মিয়ানমারে অভ্যন্তরীণ সংঘাতে বিদ্রোহী গ্রুপের কাছে পিছু হটে নাফ নদী পার হয়ে বাংলাদেশে ঢুকে পড়ে। বিজিবি তাদের নিরস্ত্রীকরণের মাধ্যমে হেফাজতে নেয়া হয়। পরে ৯টার দিকে তাদের হ্নীলা ইউনিয়নের দমদমিয়া এক বহুতল ভবনে রাখা হয়েছে।
এ ব্যাপারে বিজিবি ও কোস্ট গার্ডের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, এর আগে গত রোববার ১৩৪ জন মিয়ানমারের সীমান্তরক্ষী (বিজিপি) ও সেনা সদস্যদের হস্তান্তর করে বাংলাদেশ। তারা সেদেশে চলমান সংঘর্ষে বিদ্রোহী গোষ্ঠীর হামলার মুখে পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নিয়েছিল। তারও আগে, ১৫ ফেব্রুয়ারি ৩৩০ জন বিজিপি ও সেনাসদস্যকে ফেরত পাঠানো হয়। এরপর ২৫ এপ্রিল ফেরত যান আরও ২৮৮ জন। এর বিনিময়ে সেদেশে কারাভোগ করা ১৭৩ জন বাংলাদেশিকে ফেরত আনা হয়।