গাজীপুরে বসবাসরত বৃহত্তম চট্টগ্রামের অধিবাসীদের সংগঠন বৃহত্তর চট্টগ্রাম সমিতি গাজীপুর এর মেজবান ও মিলন মেলা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর সদর উপজেলার পিরুজালী সরকার পাড়ায় অবস্থিত আদুরী কুঞ্জে শুক্রবার দিনব্যাপী এই মেজবান ও মিলনমেলা অনুষ্ঠিত হয়। সমিতির সকল সদস্যরা তাদের পরিবারের সদস্য ও ছেলে মেয়েদেরকে নিয়ে এই মেজবান ও মিলন মেলায় অংশগ্রহণ করেন। সমিতির সদস্য ছাড়াও চট্টগ্রামের অধিবাসী সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের অনেক কর্মকর্তা ও দেশের অনেক শীর্ষ ব্যবসায়ীরা অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে অংশ নেন।
দিনব্যাপী এ মেজবান ও মিলনমেলায় সকালে বিভিন্ন ইভেন্টে সদস্যদের ছেলেমেয়েরা অংশগ্রহণ করে। এছাড়াও নানা ধরনের খেলাধুলা অনুষ্ঠিত হয়। দুপুরে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান খাবার পরিবেশন করা হয়।
খাবারের পর অনুষ্ঠিত হয় আলোচনা অনুষ্ঠান। সমিতির সাংগঠনিক সম্পাদক মোঃ আলি নেওয়াজ এর সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠানে অংশ নেন সমিতির সভাপতি মোঃ নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক আ হ ম কামরুজ্জামান চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি জাহেদ হোসাইন, সহ-সভাপতি মোঃ নাজিম উদ্দিন ও মো. জসিম উদ্দিন, সহ-সাধারন সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ ফখরুল ইসলাম সহ কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দ। এছাড়াও সমিতির উপদেষ্টা পরিষদের ভাইস চেয়ারম্যান এম শাহাদাত হোসেন সোহেল, সদস্য সচিব এম এ তাহের, সদস্য সরওয়ার জামান, আলহাজ্ব মো. নজরুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সম্মানিত অতিথিদেরকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। এছাড়া মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে চট্টগ্রামের আঞ্চলিক গানসহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। এছাড়াও মেজবান ও মিলনমেলা উপলক্ষে চট্টলা ২০২৫ নামে একটি ম্যাগাজিন প্রকাশ করা হয়। এতে অন্তর্বর্তী সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম বীর প্রতীক, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ডঃ মো. মহিউদ্দিন এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ডাঃ এ এম পারভেজ রহিম শুভেচ্ছা জানিয়ে বাণী প্রদান করেন।
চট্টগ্রামের ঐতিহ্য ধরে রাখার জন্য এ ধরনের সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন আয়োজকগন।
আমার বার্তা/প্রতাপ কুমার গোপ/এমই