ই-পেপার সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

প্রথম চালানে সিলেট থেকে স্পেন যাচ্ছে ৬০ টন তৈরি পোশাক

আমার বার্তা অনলাইন:
২৭ এপ্রিল ২০২৫, ১৪:৪১

দীর্ঘ প্রতীক্ষার পর সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি কার্গো ফ্লাইট চালু হচ্ছে। রোববার (২৭ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায় প্রথমবারের মতো ৬০ টন গার্মেন্টস পণ্য নিয়ে কার্গো বিমানের একটি ফ্লাইট সিলেট থেকে স্পেনের উদ্দেশ্যে উড়াল দেবে। যার মধ্যদিয়ে সিলেট থেকে বাণিজ্যের নতুন দ্বার উন্মোচিত হচ্ছে।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, প্রথমবারের কার্গো ফ্লাইট চালু করতে এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে ওসমানী বিমানবন্দর কর্তৃপক্ষ। উদ্বোধনী দিনে ঢাকার তিনটি কোম্পানি তাদের পণ্য রপ্তানি করছে। এরই মধ্যে এসব কোম্পানির মালামাল ট্রাকযোগে ওসমানী বিমানবন্দরে এসে পৌঁছেছে।

রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় কার্গো ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বাণিজ্য এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশির উদ্দিন। এছাড়াও উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবীর ভূঁইয়া এবং মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী।

এদিকে কার্গো সার্ভিস চালু হওয়ায় সিলেটের ব্যবসায়ীদের বাণিজ্যের দুয়ার খুলছে। সিলেট দিয়ে পণ্য রপ্তানির সঙ্গে সঙ্গে আমদানিরও সুযোগ তৈরি হচ্ছে। একইসঙ্গে ব্যবসা সংশ্লিষ্ট বিভিন্ন খাতেরও সার্বিক উন্নয়ন হবে বলে মনে করছেন ব্যবসায়ীরা।

তবে পণ্য রপ্তানিতে সিলেটের ব্যবসায়ীদের সম্পৃক্ত করতে হলে বিমানবন্দরে কোয়ারেন্টাইন সার্টিফিকেট, প্যাকেজিং ও পণ্য ফ্রিজিং ব্যবস্থা চালু করার দাবি জানিয়েছেন তারা।

সিলেট থেকে সরাসরি কার্গো ফ্লাইট চালু করা দীর্ঘদিনের দাবি ছিল সিলেটের ব্যবসায়ীদের। চলতি মাসে বাংলাদেশের সঙ্গে ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে প্রতিবেশী রাষ্ট্র ভারত। এতে দেশ থেকে পণ্য রপ্তানিতে কিছুটা ছন্দপতন ঘটে। অবশ্য পণ্য রপ্তানিতে সংকট তৈরির আগে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে কার্গো সার্ভিস চালু করছে সরকার।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, সিলেট থেকে সরাসরি কার্গো ফ্লাইট চালু করতে কার্গো কমপ্লেক্স ও টার্মিনাল নির্মাণ করা হয়েছে। একইসঙ্গে দক্ষ জনবল ও অত্যাধুনিক নিরাপত্তা যন্ত্রপাতি সংস্থাপন করা হয়েছে। আন্তর্জাতিক মানের র্যাপিড স্ক্যানিং মেশিন থেকে শুরু করে সব যন্ত্রাংশ স্থাপনের কাজও ইতোমধ্যে শেষ হয়েছে। এই মেশিনটি শুধু সিলেট ও ঢাকা বিমানবন্দরে রয়েছে। জনবল নিয়োগ ও সংশ্লিষ্টদের প্রশিক্ষণ শেষ করা হয়েছে। এছাড়া প্রথম ফ্লাইটে বিমানে মালামাল তোলার জন্য ঢাকা থেকে যেসব জনবল আসবে তাদের অনুমতিসহ বিমান সংশ্লিষ্ট সকল জনবলের অনুমতির কাজ শেষ হয়েছে।

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ও এয়ারফ্রেইট বিভাগের সহকারী কমিশনার মো. ফিরোজ হোসেন বিশ্বাস বলেন, ‘সিলেট ওসমানী বিমানবন্দরে কার্গো ফ্লাইট চালুর বিষয়টি দেড় বছর ধরে ট্রায়ালে ছিল। সব প্রস্তুতি শেষে এটি উদ্বোধন হচ্ছে। টার্মিনালে যারা দায়িত্বে আছেন তারাই কার্গো সার্ভিসের কাজে সম্পৃক্ত থাকবেন। তবে কার্গো বিমানে মালামাল তোলার জন্য কিছু স্টাফ ঢাকা থেকে আসবেন। এখান থেকে আমরা ১৮ জনকে নিয়োগ দিয়েছি।’

তিনি আরও বলেন, ১২০ টন ধারণ ক্ষমতার কার্গো বিমানের প্রথম ফ্লাইট ৬০ টন গার্মেন্টস পণ্য নিয়ে উড্ডয়ন করবে। প্রথম ফ্লাইটটি স্পেনে যাবে। আগামী ১ ও ৪ মে আরও দুটি ফ্লাইট পরিচালনা করা হতে পারে। তবে এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক মো. হাফিজ আহমদ বলেন, রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় সিলেট থেকে প্রথম কার্গো ফ্লাইট উড্ডয়ন হবে। এরইমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। প্রথম ফ্লাইট হিসেবে সার্বিক নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

এদিকে দীর্ঘ প্রতীক্ষার পর সিলেট থেকে সরাসরি কার্গো সার্ভিস চালু হওয়ায় নতুন করে স্বপ্ন দেখছেন ব্যবসায়ীরা। কার্গো ফ্লাইট যাতে বন্ধ না হয় সে ব্যাপারে সরকারের কাছে জোর দাবি জানান তারা। তাদের মতে, এর মাধ্যমে সিলেটের ব্যবসা-বাণিজ্যের নতুন দুয়ার উন্মোচন হচ্ছে।

সিলেটের আমদানি-রপ্তানিকারক মো. আবুল কালাম বলেন, এটি সিলেটবাসীর জন্য অত্যন্ত আনন্দের খবর। এতে শুধু ব্যবসায়ীরা লাভবান হবেন না, বিভিন্ন সেক্টরের মানুষের আয়ের পথ বাড়বে।

তিনি আরও বলেন, সিলেটের ব্যবসায়ীরা কার্গো ফ্লাইটের মাধ্যমে পণ্য রপ্তানি করা ছাড়াও আমদানিও করতে পারবেন। প্রথম কয়েক মাস হয়ত আমদানি করার পথ তৈরি হবে না। কিন্তু যেহেতু কার্গো ফ্লাইট সরাসরি সিলেটে আসবে, সে হিসেবে আমদানি করারও ভালো সুযোগ রয়েছে। কার্গো ফ্লাইট চালুর পর যাতে বন্ধ করা না হয় এ দাবি জানান তিনি।

সিলেট চেম্বার অব কমার্স ইন্ড্রাস্ট্রির ভারপ্রাপ্ত সভাপতি মুজিবুর রহমান বলেন, সিলেট থেকে গার্মেন্টস পণ্য রপ্তানি করার সুযোগ নেই। সিলেটের ব্যবসায়ীরা কাঁচামাল রপ্তানি করার ভালো সুযোগ তৈরি হয়েছে। এই ফ্লাইট যাতে সব সময় চালু থাকে সে ব্যাপারে সরকারের নিকট জোর দাবি জানান তিনি।

একই সঙ্গে বিমানবন্দরে কোয়ারেন্টাইন সার্টিফিকেট, প্যাকেজিং ও পণ্য ফ্রিজিং ব্যবস্থা চালু করা গেলে সিলেটের ব্যবসায়ীরা সরাসরি সিলেট থেকে কার্গো ফ্লাইটের মাধ্যমে পণ্য রপ্তানি করতে পারবেন বলেও জানান তিনি।

আমার বার্তা/এমই

নাসিরনগরে ঘর থেকে মোটরসাইকেল চুরি;ভুক্তভোগীর জিডি

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা সদরের ঘোষপাড়া এলাকায় ২৫ শে এপ্রিল শুক্রবার ভোর রাতে ঘরের বারান্দা থেকে

আমার দেশ পত্রিকার সম্পাদকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে নাসিরনগরে মানববন্ধন

দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক ড. মাহমুদুর রহমানসহ ৫ সাংবাদিকদের বিরুদ্ধে মেঘনা গ্রুপের

বিএনপি নেতাদের বিরুদ্ধে বালু লুটের অভিযোগ

বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার কাজলা ইউনিয়নের জামথল এলাকায় অবস্থিত অবৈধ বালু ব্যাবসা দীর্ঘ ১৬ বছর

পটুয়াখালীতে একজন মাত্র চিকিৎসক দিয়ে চলছে স্বাস্থ্য কমপ্লেক্স

একজন মাত্র চিকিৎসক দিয়ে চলছে ৫০ শয্যাবিশিষ্ট পটুয়াখালীর বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। জানা গেছে , গতকাল
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাসিরনগরে ঘর থেকে মোটরসাইকেল চুরি;ভুক্তভোগীর জিডি

আমার দেশ পত্রিকার সম্পাদকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে নাসিরনগরে মানববন্ধন

পুতুলের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানা জারি

নারী অভিবাসীদের যৌন নিপীড়ন ও এইডস প্রতিরোধে সচেতনতা

সংস্কার ও নির্বাচনের জন্য সর্বোচ্চ ঐকমত্য গঠনের আহ্বান গণসংহতির

বিএনপির বৈঠক থেকে বের হয়ে ডিসেম্বরে নির্বাচন চাইলেন পার্থ

বাংলাদেশিদের সহজে ভিসা দিতে আমিরাতের সঙ্গে আলোচনা চলছে

পরিবেশগত বিবেচনায় ১৭টি পাথর কোয়ারির ইজারা প্রদান স্থগিত

বোর্ড সভাপতি হিসেবে আমার কিছু ভুল হতে পারে: ফারুক

সবাইকে একমত হতে হবে, এটাও বাকশালি চিন্তা: আমীর খসরু

লন্ডনে পাকিস্তান হাইকমিশনে হামলা নিয়ে যা বললেন শাহবাজ

চলন্ত প্রাইভেটকার থেকে ভ্যানিটি ব্যাগে টান, টেনে নিয়ে গেল নারীকে

রাখাইনে মানবিক সহায়তায় শর্তসাপেক্ষে করিডোর দিতে রাজি সরকার

এপ্রিলের ২৬ দিনে রেমিট্যান্স এলো ২২৭ কোটি ১০ লাখ ডলার

এসআই নিয়োগের ফল প্রকাশ, ৫৯৯ জনকে নিয়োগের সুপারিশ

শহর-গ্রামে সমানভাবে লোডশেডিং করার ঘোষণা বিদ্যুৎ উপদেষ্টার

কানাডায় স্ট্রিট ফেস্টিভ্যালে গাড়ির চাপায় নিহত ৯

বিচ্ছেদ ঠেকাতে নিয়মগুলো মেনে চলুন

শেকৃবিতে ফ্রি অ্যানিমেল ভ্যাকসিনেশন ক্যাম্পেইন অনুষ্ঠিত

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে স্বল্প পরিসরে আইসিইউ ইউনিট চালু