লোডশেডিং বিষয়ে কোনো অস্বীকৃতি নেই জানিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, চলতি গ্রীষ্মে লোডশেডিং সহনীয় পর্যায়ে রাখার চেষ্টা করা হবে এবং শহর ও গ্রামে সমানভাবে লোডশেডিং করা হবে।
রোববার (২৭ এপ্রিল) সচিবালয়ে খুলনা অঞ্চলের বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
ফাওজুল কবির খান বলেন, "লোডশেডিং হচ্ছে এবং হবে। তবে আমরা এর প্রকৃত তথ্য সম্পর্কে স্পষ্ট ধারণা পেতে চাই। কিছু জায়গায় ভুল তথ্য দেওয়া হচ্ছে, যা আমরা অস্বীকার করি না।" তিনি আরও বলেন, "লোডশেডিং শহর এবং গ্রামে সমানভাবে হবে। আমাদের পরিষ্কার নির্দেশনা রয়েছে যে, এর বিভাজন আলাদা হবে না।"
বিদ্যুৎ উপদেষ্টা আরও জানান, "বর্তমানে আমরা ১৬ হাজার ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করছি, কিন্তু চাহিদা আরো বাড়বে। তাপমাত্রার ওপর নির্ভর করে এটি ১৮ হাজার মেগাওয়াট পর্যন্ত যেতে পারে।"
তিনি আরও যোগ করেন, "এখনকার মতো বিদ্যুৎ সরবরাহে কোনো বড় সমস্যা নেই, এবং যেকোনো বিপর্যয় এড়াতে আমরা স্থিতিশীলতা নিশ্চিত করার জন্য নতুন প্রযুক্তি ও ব্যবস্থা নিচ্ছি।"
এছাড়াও, খুলনা অঞ্চলের বিদ্যুৎ বিপর্যয় সম্পর্কে উপদেষ্টা জানান, আমিনবাজার-গোপালগঞ্জ ডাবল লাইনে ফল্টের কারণে সাতটি বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে যায়। তবে, বর্তমানে সবকিছু চালু হয়ে গেছে এবং বিদ্যুৎ সরবরাহে আর কোনো সমস্যা নেই।
এদিকে, বিদ্যুৎ সরবরাহে স্থিতিশীলতা বজায় রাখতে সরকারের উদ্যোগ হিসেবে ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম চালু করা হচ্ছে।
ফাওজুল কবির খান জানান, সরকার এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সহযোগিতায় দুটি স্থানে ৩০ মেগাওয়াট ও ৯০ মেগাওয়াট ক্ষমতার স্টোরেজ সিস্টেম চালু করছে।
সকলের সহযোগিতায় লোডশেডিং সহনীয় পর্যায়ে রাখার প্রতিশ্রুতি দিয়েছেন বিদ্যুৎ উপদেষ্টা।
আমার বার্তা/এমই