মৌলভীবাজার শহরের বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে পাঁচ প্রতিষ্ঠানকে ৮৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার রাতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে শাহজালাল প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ায় ম্যানেজারকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
গ্রীন লাইফ প্রাইভেট হাসপাতালের লাইসেন্স ও ওয়েটিং রুম না থাকায় ম্যানেজারকে ২০ হাজার টাকা, সিটি ডায়াগনস্টিক সেন্টারের নোংরা পরিবেশের কারণে ম্যানেজারকে ৩০ হাজার টাকা, হেলথ এইড হাসপাতালের ফার্মেসি জেরিন ড্রাগ হাউজে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ম্যানেজারকে ৮ হাজার টাকা এবং লাইফ লাইন হাসপাতালের ফার্মেসি লাইফ লাইন মেডিসিন কর্নারে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ম্যানেজারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে জেলা ওষুধ প্রশাসন অধিদপ্তরের কর্মকর্তারা সহায়তা করেন।
আমার বার্তা/জেএইচ