মৌলভীবাজারের বড়লেখা উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে।
আজ মঙ্গলবার (২১ অক্টোবর ২০২৫) বেলা ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে হাত ধোয়া প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা জনস্বাস্থ্য উপ সহকারী প্রকৌশলী মঈন উদ্দিনের পরিচালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার গালিব চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার মোঃ মনোয়ার হোসেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এ এস এম রাশেদুজ্জামান বিনহাফিজ, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ আব্দুল ওয়াহেদ, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ মনিরুজ্জামান,সাংবাদিক আব্দুর রব , আরো বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, “নিজেকে ও অন্যকে সুস্থ রাখতে নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা অত্যন্ত জরুরি। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সপ্তাহে অন্তত একদিন শিক্ষার্থীদের হাত ধোয়ার গুরুত্ব সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া উচিত। বক্তারা আরও বলেন,হাত ধোয়া শুধু ব্যক্তিগত স্বাস্থ্য রক্ষা নয়, সমাজের সার্বিক স্বাস্থ্য সুরক্ষার জন্যও গুরুত্বপূর্ণ। তাই সবাইকে এই অভ্যাসে উদ্বুদ্ধ করতে হবে।