পিকেএফ এএইচকেসির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা কমিটির সদস্য এম এ হালিম গজনবী মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন।
শনিবার (২ আগস্ট) সকাল ৮টায় ধানমন্ডির ৭ নম্বর বায়তুল আমান জামে মসজিদে তার জানাযার নামাজ অনুষ্ঠিত হবে। মৃত্যুর সময় তিনি এক মেয়ে, দুই জামাতা ও তিন নাতি-নাতনি রেখে গেছেন।
তিনি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএবি)- প্রাক্তন সভাপতি এবং তিনবার ভাইস প্রেসিডেন্ট ছিলেন। ১৯৭৩ সালে আইসিএবি থেকে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ডিগ্রি অর্জন করেন এম এ হালিম গজনবী। তিনি অডিটিং, অ্যাকাউন্টিং, ট্যাক্সেশন, ম্যানেজমেন্ট কনসাল্টিং, পাবলিক অফারিংয়ে পরামর্শ, সম্ভাব্যতা এবং বাজার অধ্যয়ন ক্ষেত্রে একজন অভিজ্ঞ ব্যক্তি। এছাড়া তিনি আইসিএবিএম-এর একজন ফেলো সদস্য।
আমার বার্তা/এল/এমই