ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রথম দেশ হিসেবে ইসরায়েলের সঙ্গে অস্ত্র আমদানি, রপ্তানি ও পরিবহনে নিষেধাজ্ঞা জারি করেছে স্লোভেনিয়া। দেশটি বৃহস্পতিবার (১ আগস্ট) এ নিষেধাজ্ঞা জারি করে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়, বৃহস্পতিবার সকালে সরকারি অধিবেশনের পর প্রধানমন্ত্রী রবার্ট গোলব এই নিষেধাজ্ঞা ঘোষণা করেন। নতুন এই সিদ্ধান্তের ফলে স্লোভেনিয়ার ভূখণ্ড দিয়ে ইসরাইলমুখী কোনো সামরিক অস্ত্র ও সরঞ্জাম পরিবহন করা যাবে না।
স্লোভেনিয়ার পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, গাজার মানবিক বিপর্যয় ঠেকাতে ইউরোপীয় ইউনিয়ন নিজেই কার্যকর কোনো পদক্ষেপ নিতে পারছে না, যার পেছনে রয়েছে অভ্যন্তরীণ মতপার্থক্য ও ঐক্যহীনতা।
বিবৃতিতে আরও বলা হয়, গাজায় মানুষ মরছে, কারণ তাদের মানবিক সহায়তা ব্যবস্থা পরিকল্পিতভাবে অস্বীকার করা হচ্ছে। এমন পরিস্থিতিতে প্রত্যেক দায়িত্বশীল রাষ্ট্রের উচিত এগিয়ে আসা উচিত।
স্লোভেনিয়া গত বছরের জুনে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে। এরপর থেকে একাধিকবার গাজায় যুদ্ধবিরতি এবং উপত্যকাটিতে মানবিক সহায়তা সরবরাহ বৃদ্ধির আহ্বান জানায় তারা।
২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় ৬০ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরায়েলি বাহিনীর টানা বোমাবর্ষণের কারণে উপত্যকাটি ধ্বংস হয়ে গেছে ও চরম খাদ্য সংকট দেখা দিয়েছে।
আমার বার্তা/জেএইচ