ই-পেপার বুধবার, ৩০ জুলাই ২০২৫, ১৫ শ্রাবণ ১৪৩২

জাহাজের সবাই মুসলিম: হুথির হামলা থেকে বাঁচতে নতুন কৌশল নাবিকদের

আমার বার্তা অনলাইন
১৩ জুলাই ২০২৫, ১২:৩৫

লোহিত সাগর দিয়ে যাতায়াতের সময় ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলা থেকে বাঁচতে নতুন কৌশল নিচ্ছে বাণিজ্যিক জাহাজগুলো। সম্প্রতি নিজেদের জাতীয়তা ও ধর্মীয় পরিচয় প্রকাশ করে ট্র্যাকিং সিস্টেমে বার্তা দিচ্ছেন এসব জাহাজের নাবিকেরা, যাতে হুথিদের হামলা থেকে রক্ষা পাওয়া যায়।

ইরান-সমর্থিত হুথিরা গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ২০২৩ সালের নভেম্বর থেকে লোহিত সাগরে জাহাজে হামলা শুরু করে। কয়েক মাস বন্ধ থাকার পর গত সপ্তাহে তারা পরপর দুটি জাহাজ ডুবিয়ে দিয়েছে। হুথি নেতা আবদুল মালিক আল-হুথি জানিয়েছেন, ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট কোনো পণ্যবাহী জাহাজকে লোহিত সাগর দিয়ে চলাচল করতে দেওয়া হবে না।

এই পরিস্থিতিতে দক্ষিণ লোহিত সাগর ও বাব আল-মানদাব প্রণালি দিয়ে যেসব জাহাজ চলাচল করছে, সেগুলোর অনেকেই এখন নিজেদের স্বচালিত ট্র্যাকিং সিস্টেম এআইএস-এ বার্তা যোগ করছে।

এসব বার্তার মধ্যে রয়েছে: ‘অল ক্রু মুসলিম’ (সব নাবিক মুসলিম), ‘অল চাইনিজ ক্রু অ্যান্ড ম্যানেজমেন্ট’ (সব নাবিক ও ব্যবস্থাপনা চীনের), ‘নো ইসরায়েল লিংক’ (ইসরায়েলের সঙ্গে কোনো যোগসূত্র নেই), ‘আর্মড গার্ডস অন বোর্ড’ (জাহাজে সশস্ত্র নিরাপত্তারক্ষী রয়েছে) প্রভৃতি।

নৌ-নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, এ ধরনের বার্তা যুক্ত করা হুথিদের আক্রমণ এড়ানোর মরিয়া প্রচেষ্টারই প্রতিফলন। তবে হুথিদের গোয়েন্দা প্রস্তুতি এবং লক্ষ্যবস্তুর তথ্য সংগ্রহ এতটাই গভীর যে, এই বার্তাগুলোর বিশেষ কোনো প্রভাব পড়বে না বলেও মনে করছেন তারা।

গত সপ্তাহে হুথিরা যে দুটি জাহাজে হামলা চালায়, সেই বহরের কয়েকটি জাহাজ অতীতে ইসরায়েলি বন্দরে পণ্য পরিবহন করেছে বলে জানিয়েছেন শিপিং বিশ্লেষকরা।

>> জাহাজ চলাচল কমছে

গত ১ জুলাই বাব আল-মানদাব প্রণালি দিয়ে গড়ে ৪৩টি জাহাজ চলাচল করেছিল, ৯ জুলাই তা কমে দাঁড়ায় ৩২টিতে, ১০ জুলাই এর সংখ্যা ছিল ৩৫টি। হুথিদের হামলা শুরুর আগে ২০২৩ সালের অক্টোবরে প্রতিদিন গড়ে ৭৯টি জাহাজ চলাচল করতো এই পথে।

সাম্প্রতিক হামলার পর লোহিত সাগর দিয়ে যাতায়াতকারী জাহাজের বিমা খরচ দ্বিগুণের বেশি বেড়েছে। কিছু বিমা প্রতিষ্ঠান নির্দিষ্ট যাত্রাপথের কভারেজ স্থগিত রেখেছে।

নৌবিমা প্রতিষ্ঠান এঅন জানিয়েছে, হুথিদের সর্বশেষ হামলার পর লোহিত সাগর ও বাব আল-মানদাব প্রণালীকে ‘উচ্চ-ঝুঁকিপূর্ণ’ এলাকা হিসেবে বিবেচনা করা হচ্ছে। এই পথে জাহাজ পরিচালনার ক্ষেত্রে নিয়মিত নজরদারি ও নিরাপত্তা কৌশলে পরিবর্তন আনা জরুরি। - সূত্র: রয়টার্স

আমার বার্তা/জেএইচ

দক্ষিণ এশিয়ার কৃষিতে টেকসই পরিবর্তনের ডাক সার্কের

“দক্ষিণ এশিয়ায় কৃষি-খাদ্য ব্যবস্থার টেকসই রূপান্তরের জন্য কৃষিবান্ধব পদ্ধতির প্রসার” শীর্ষক সার্ক আঞ্চলিক কর্মশালার উদ্বোধনী

বেলুচিস্তান কেন এত গুরুত্বপূর্ণ?

 ১৯৮০-এর দশকে সোভিয়েত ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে যে ঠান্ডা যুদ্ধ দেখা গিয়েছিল তা আমাদের

বিশ্বের ৬ষ্ঠতম শক্তিশালী ভূমিকম্প দেখেছে রাশিয়া

১৯০০ সাল থেকে বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করে ভূমিকম্পের রেকর্ড রাখা শুরু করেছে যুক্তরাষ্ট্রের ভূতত্ব জরিপ

ভারতের ওপর এবার ২৫ শতাংশ শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

এবার ভারতের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন,
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাইয়ে আহত-নিহতদের তালিকায় অসঙ্গতি পাওয়া গেছে: ফারুক-ই-আজম

রূপগঞ্জে সরকারি বই বিক্রির অভিযোগ

কয়েকজনের হাতে ক্ষমতা তুলে দিতে জনগণ আন্দোলন করেনি

দুই ভারতীয়র বাংলাদেশি এনআইডি নিয়ে পঞ্চগড়ে চাঞ্চল্য

গাজীপুরে ৯ অবৈধ কারখানার বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

গত শতাব্দীর পদধ্বনি শুনতে পাচ্ছি দেশের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে

জুলাইয়ের বর্বরতা কারবালাকেও হার মানিয়েছে: তারেক রহমান

গলায় দাগ, হাতে ফোন কাভার: দেবীগঞ্জে তরুনীর রহস্যজনক মৃত্যু

কালীগঞ্জে প্রাথমিক বৃত্তিতে কিন্ডারগার্টেন অন্তর্ভুক্তির দাবিতে মানববন্ধন

আধুনিক কৃষি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে কাজ করছে নাটা: সাইফুল আজম

সাইবার হামলার আশঙ্কায় সতর্কতা জারি করলো বাংলাদেশ ব্যাংক

কম্বাইন্ড ডিগ্রির দাবিতে বাকৃবিতে অনুষদীয় গেটে তালা শিক্ষার্থীদের

শিক্ষার্থীদের নাম-জন্ম তারিখের ভুল সংশোধনের সুযোগ দিল মাদরাসা বোর্ড

সালমান, শিবলী ও শায়ানকে পুঁজিবাজারে আজীবন অবাঞ্ছিত ঘোষণা

বিসিএস ৩৭তম ব্যাচের ১০২ এসিল্যান্ড প্রত্যাহার

হাসিনাকে দেশে ফেরাতে আ.লীগের নতুন পরিকল্পনা, ঢাকায় প্রশিক্ষণ

দেশে ডেঙ্গুজ্বরে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৮৬ জন

জলবায়ু সহনশীল অবকাঠামো ছাড়া নগর উন্নয়ন অসম্পূর্ণ

কক্সবাজারে ব্যবসায়ীর ‘রহস্যজনক মৃত্যু’

সরাসরি ভোটে ৭ শতাংশ আসনে নারী প্রার্থী রাখার প্রস্তাব কমিশনের