অবৈধ পন্থায় জাতীয় পরিচয় পত্র গ্রহণ করেও আইনকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে দুই ভারতীয় নাগরিক! অবশেষে ভারতীয় নাগরিকদের জাতীয় পরিচয়পত্র ব্লক ।
ভারতীয় দুই ভাই বাংলাদেশে এসে জালিয়াতি করে নাগরিকত্ব গ্রহণ করে।বিষয়টি বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশের পর, অবশেষে জাতীয় পরিচয়পত্র দুইটি ব্লক করেছে নির্বাচন কমিশন।বিষয়টি নিশ্চিত করে পঞ্চগড় জেলা নির্বাচন কর্মকর্তা মো.আবতাবুজ্জামান বলেন,ভারতীয় ওই নাগরিকদের আইডি কার্ড ব্লক করা হয়েছে।আমরা জাতীয় পরিচয়পত্র বাতিলের স্থায়ী সুপারিশ করেছি।কমিশন সেটার প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।
ওই দুই ব্যক্তি হল ভারতের জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি থানার পশ্চিম মাগুরমারী গ্রামের মৃত জলধর রায় ছেলে ভবেন্দ্র নাথ রায় প্রধান ও বজেন্দ্র নাথ রায় প্রধান।তারা জালিয়াতির মাধ্যমে।মাড়েয়া বামনহাট ইউনিয়নের জায়গীরপাড়া গ্রামের স্থায়ী বাসিন্দা সেজে তারা জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন সনদ, হোল্ডিং ট্যাক্স কাগজ এবং ওয়ারিশ সনদ তৈরি করে বাংলাদেশি পরিচয় প্রতিষ্ঠা করেন।কিন্তু এলাকাবাসীরা নিশ্চিত করেছেন,এই দুই ব্যক্তিকে কখনো এখানে বসবাস করতে দেখেননি তারা।
বাংলাদেশের পরিচয়পত্রে বজেন্দ্রের এনআইডি নম্বর ৭৩৭৯১১৩০৭৪ এবং ভবেন্দ্রের নম্বর ১০৪৬৭৪৬২২৬ অথচ তারা দুই ভাইয়ের ভারতের নির্বাচন কমিশনের পরিচয়পত্র থেকে। বজেন্দ্রের আধার নম্বর ৬৪৬৭২৫৮০৯৪৩৪ এবং ভোটার নম্বর JLG3534427।ভবেন্দ্রের আধার নম্বর ৪৪১৭০৩৯৫৪৩৯৪ এবং ভোটার নম্বর WB/03/015/222490। অথচ বাস্তবে তারা এ এলাকার কেউ নন বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। যা এই ঘটনায় দেশের নিরাপত্তা ঝুঁকি ।কাগজপত্র যাচাই না করেই কীভাবে তাদের পরিচয়পত্র ইস্যু করা হলো,আর কারা এই চক্রের সঙ্গে জড়িত খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবী স্থানীয়দের।