ই-পেপার বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ১৬ শ্রাবণ ১৪৩২

রূপগঞ্জে সরকারি বই বিক্রির অভিযোগ

হাবিবুল্লাহ মীর,রূপগঞ্জ প্রতিনিধি(মাল্টিমিডিয়া):
৩০ জুলাই ২০২৫, ১৮:৫১
ছবি : প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভুলতা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সুরাইয়া পারভীনের বিরুদ্ধে সরকারি বই গোপনে বিক্রির অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, মোটা অঙ্কের লেনদেনের মাধ্যমে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সিদ্দিক নূরে আলম অভিযুক্তদের ছাড়িয়ে দিয়েছেন। এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।

গত মঙ্গলবার সন্ধ্যায় ভুলতা স্কুল অ্যান্ড কলেজে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে একটি নীল রঙের পিকআপ ট্রাক কলেজ প্রাঙ্গণে প্রবেশ করে। এরপর অধ্যক্ষ সুরাইয়া পারভীনের নির্দেশে ষষ্ঠ থেকে নবম শ্রেণির নতুন পাঠ্যবই স্টোর রুম থেকে কেজি দরে বিক্রি করা হয়। পিকআপ চালক হেদায়েত উল্লাহ এবং বই ক্রেতারা মিলে বইগুলো পিকআপে তোলার সময় স্থানীয়দের নজরে আসে ঘটনাটি।

স্থানীয়রা তাৎক্ষণিকভাবে অধ্যক্ষ, বই ক্রেতা এবং পিকআপ চালককে আটক করে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সিদ্দিক নূরে আলমকে খবর দেন। পরে সন্ধ্যায় তিনি ঘটনাস্থলে গিয়ে বই পিকআপ থেকে নামিয়ে স্টোর রুমে পাঠানোর নির্দেশ দিলেও অভিযুক্তদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেননি বলে অভিযোগ রয়েছে। স্থানীয়রা দাবি করেছেন, মোটা অঙ্কের টাকার বিনিময়ে অভিযুক্তদের ছেড়ে দেওয়া হয়েছে।

এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা শুরু হয়। শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে। তারা জানান, পর্যাপ্ত বই না থাকার কথা বলে শিক্ষার্থীদের বই দেওয়া হয়নি, অথচ সেই বই কেজি দরে বিক্রি করা হচ্ছে।

এর আগে অধ্যক্ষ সুরাইয়া পারভীনের বিরুদ্ধে ১ কোটি টাকা আত্মসাৎ, কাজ না করিয়ে বিল উত্তোলন, স্বেচ্ছাচারিতা ও দুর্নীতির একাধিক অভিযোগ রয়েছে। স্থানীয়রা অভিযোগ করেন, মাত্র ২৫ হাজার টাকার ইলেকট্রিক কাজের জন্য ১ লাখ ২০ হাজার টাকার বিল উত্তোলন করেছেন তিনি। আয়-ব্যয়ের হিসাব প্রকাশ্যে না এনে ব্যক্তিগতভাবে গোপন লেনদেন করেন। সুরাইয়া পারভীনের দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করায় সম্প্রতি সিনিয়র শিক্ষক বিমল দাসকে কোন নোটিশ ছাড়াই বরখাস্ত করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে।

অভিযুক্ত অধ্যক্ষ সুরাইয়া পারভীন বলেন, "আমার বিরুদ্ধে আনা সব অভিযোগই মিথ্যা ও বানোয়াট। আমাকে ফাঁসানোর জন্য একটি পক্ষ দীর্ঘদিন ধরে ষড়যন্ত্র করে আসছে।"

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সিদ্দিক নূরে আলম বলেন, "নতুন-পুরাতন মিলিয়ে প্রায় লাখ টাকার বই বিক্রির সময় জব্দ করা হয়েছে। অধ্যক্ষ সুরাইয়া পারভীনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। টাকার বিনিময়ে ম্যানেজ করার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।"

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাইফুল ইসলাম বলেন, "ঘটনার খবর পেয়ে মাধ্যমিক শিক্ষা অফিসারকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। তিন দিনের মধ্যে তদন্ত কমিটির মাধ্যমে প্রতিবেদন শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়ে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে। শিক্ষা অফিসের কেউ জড়িত থাকলে তারাও আইনের আওতায় আসবে।

এদিকে, শিক্ষার্থীরা সতর্ক করে জানিয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে তারা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধের মতো কর্মসূচিতে যেতে বাধ্য হবে।

নওগাঁ সীমান্তে নারীসহ দশ জনকে বিএসএফের ‘পুশ ইন’

নওগাঁর ধামইরহাট সীমান্ত এলাকা দিয়ে নারীসহ ১০ জন বাংলাদেশিকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।  বৃহস্পতিবার

কক্সবাজারের মহেশখালীতে আগ্নেয়াস্ত্রসহ ২০ রাউন্ড গুলি উদ্ধার

কক্সবাজারের মহেশখালীতে কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে ৩টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ২০ রাউন্ড তাজা গোলা

মুরাদনগরে আমার বার্তার প্রতিনিধি হাবিবুর রহমান মুন্না সহ ৬ সাংবাদিকের উপর হামলা

কুমিল্লার মুরাদনগর উপজেলায় পেশাগত দায়িত্ব পালনকালে ৬ জন সাংবাদিক সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। বুধবার (২৯

বটিয়াঘাটায় যুবদল নেতাকে কুপিয়ে হত্যা চেষ্টা

খুলনার বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়নে যুবদলের এক নেতাকে কুপিয়ে হত্যার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (৩০
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদক কারবারে বিরোধ, পুলিশে ধরিয়ে দেওয়ায় কুপিয়ে হত্যা

সেনাকে ক্ষমতা নয়, শুরু থেকেই অবস্থান স্পষ্ট: নাহিদ ইসলাম

থাইল্যান্ডের হাতে আটক কম্বোডিয়ার ২০ সৈন্য

আজ অর্থবছরের প্রথমার্ধের মুদ্রানীতি ঘোষণা

ঢামেকে ভুয়া চিকিৎসক সেজে রোগীর সঙ্গে প্রতারণা, আটক ২

এপিআই ও এক্সিপিয়েন্ট উৎপাদনে বাংলাদেশের আত্মনির্ভরশীলতা

সাদিক সমন্বয়ক ছিল না, ৫ আগস্ট থেকে এই পরিচয় ব্যবহার করেছে

ঢামেক থেকে ভুয়া চিকিৎসক ও সহযোগী আটক

মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় অপতথ্য ছড়াচ্ছে ফ্যাক্টওয়াচ

ছাত্রদল নেতা সৌরভ পাল বহিষ্কার, চারজনের কাছে ব্যাখ্যা তলব

‘রক্ত লাগলে রক্ত নে, জুলাই সনদ দিয়ে দে’– স্লোগান দিয়ে শাহবাগ অবরোধ

এনসিপির জুলাই পদযাত্রা কর্মসূচি সমাপ্ত

চুয়াডাঙ্গার দামুড়হুদায় আগ্নেয়াস্ত্র ও গুলিসহ যুবক গ্রেপ্তার

রাজস্ব আদায়ে লক্ষ্যমাত্রা পূরণে এনবিআরের ব্যর্থতার কারণ

জার্মানির অলিম্পিক স্বর্ণজয়ীর মৃত্যু পাকিস্তানের কারাকোরামে

সূচকের বড় উত্থানের মধ্য দিয়েই পুঁজিবাজারের লেনদেন চলছে

শেখ হাসিনা-জয়সহ পুতুলের বিচার শুরু, গ্রেপ্তারি পরোয়ানা জারি

রাজনৈতিক সিদ্ধান্তে হেলিকপ্টার থেকে গুলি ও ব্লক রেইড

রিটেইল ব্যাংকিং কার্যক্রম বন্ধ করছে এইচএসবিসি

বাংলাদেশি হিসেবে আটকের ভয়ে গুরুগ্রাম ছাড়ছেন মুসলিম বাসিন্দারা