ই-পেপার বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ১৬ শ্রাবণ ১৪৩২

জুলাইয়ে আহত-নিহতদের তালিকায় অসঙ্গতি পাওয়া গেছে: ফারুক-ই-আজম

আমার বার্তা অনলাইন:
৩০ জুলাই ২০২৫, ১৮:৫৬
অন্তর্বর্তী সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম।

অন্তর্বর্তী সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম বলেছেন, ইতিমধ্যে জুলাইয়ে আহত-নিহতদের তালিকায় কিছু অসঙ্গতি পাওয়া গেছে। জুলাই আন্দোলনে সম্পৃক্ততা না হয়েও যারা সে সময় মারা গেছে, এরকম অনেক নাম আমরা পেয়েছি। কিন্তু, তাদের নাম জুলাই শহীদ হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে। সেগুলোকে অচিরেই আমরা গেজেট থেকে বাতিল করবো। একইভাবে আমরা আহতদের ব্যাপারটাও আমরা চেষ্টা করছি।

বুধবার (৩০ জুলাই) জহুর হোসেন চৌধুরী হলে পেনিনসুলা ডেভেলপমেন্ট'র উদ্যোগে আয়োজিত মুগ্ধতার আলো সব শিশুর মাঝে ছড়িয়ে দিতে, ছোটদের মাসিক পত্রিকা মুগ্ধ জুলাই বিশেষ সংখার প্রকাশনা উৎসবে তিনি এসব কথা বলেন।

ফারুক-ই-আজম বলেন, জুলাইয়ের স্মৃতি যাতে অম্লান থাকে সরকার এ বিষয়ে কাজ করছে। জুলাই যোদ্ধাদের জন্য একটি অধ্যাদেশ করার জন্য সরকার সিদ্ধান্ত নিয়েছে ডিসেম্বরের শেষে এসে। সেই অধিদপ্তরটি গঠিত হবে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে। জানুয়ারির প্রথম দিকে এরকম পরিপত্র জারি করেছে কেবিনেট সচিবালয় থেকে। জানুয়ারির মাঝামাঝি সময়ে আমরা স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জুলাই শহীদদের একটি তালিকা পেয়েছি, এবং রাত তিনটায় এটাকে গেজেট করা হয়েছে। এটা অনেক গুরুত্ব দিয়ে আমরা বিবেচনায় নিয়েছি। একইভাবে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে আমরা জুলাই আহতদের তালিকা পেয়েছি। যেদিন আমরা তালিকা পেয়েছি ওইদিনই সেটিকে গেজেট আকারে প্রকাশ করেছি।

তিনি বলেন, আমাদের কাছে দৃষ্টান্ত আছে ১৯৭১ সালের মুক্তিযোদ্ধাদের ব্যাপারে। আজকের ৫৪ বছর হয়ে গেছে কিন্তু এখনো পরিপূর্ণ তালিকা হয়নি। শহীদদেরও কোনো তালিকা হয়নি। ২০০৫ সালে ৫৩৫ শহীদদের একটা তালিকা গেজেট আকারে প্রকাশ করা হয়েছে। এখানো পর্যন্ত ঐটাই হলো শহীদের সংখ্যা। জুলাই শহীদ এবং যোদ্ধাদের সাথে যাতে এরকম কিছু না হয়, সেজন্য সতর্কতার সাথে আমরা এটা সম্পন্ন করেছি। জুলাইয়ে আহত এবং নিহতদের দুই তালিকায় আমরা সক্রিয়ভাবে যাচাই-বাছাই করছি। এটা যাতে একেবারে পরিশুদ্ধ হয় সেজন্য আমরা মন্ত্রণালয় এবং সমগ্র দেশের মাঠ পর্যায়ের প্রশাসন থেকে আমরা যাচাই-বাছাই করে নিচ্ছি।

তিনি আরও বলেন, জুলাইেয় আহতদের মাসিক ভাতার বিষয়টি নিয়ে কাজ করছি। একইভাবে তাদের পুনর্বাসনের বিষয়টিও যুক্ত হয়েছে। গুলো লিপিবদ্ধ ভাবে সরকারি প্রচেষ্টায় আমরা নিচ্ছি।

অন্তর্বর্তী সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক এই উপদেষ্টা বলেন, আমরা আগে বাইর থেকে যেরকম বুঝতাম সচিবালয় কি জিনিস, মন্ত্রণালয় কি জিনিস। কিন্তু দায়িত্বে এসে মনে হচ্ছে এগুলোর অতিদ্রুত পরিবর্তন দরকার। এগুলোর কোনোটাই সাধারণ মানুষের উপকারের জন্য করা হয়নি। এগুলো সংস্কার করতে পারলে মানুষ তাদের অধিকার ফিরে পাবে।

জুলাই আন্দোলনে শহীদ মীর মুগ্ধের পিতা মীর মোস্তাফিজুর রহমান বলেন, মুগ্ধ-স্নিগ্ধ বড় হবার পর তাকে কোন খরচ দিতে হয়নি বরং মুগ্ধই মাসে মাসে আমার পরিবারের খরচ চালাত। কারন তারা ফ্রিল্যান্সিং করে ভালোই আয় করত।

তিনি বলেন, ১৮ জুলাই ২০২৪ আমরা পরিবারের সবাই মিলে কথা বলতেছিলাম, তখন মুগ্ধ আমাকে বলে বাবা ছাত্রদের আন্দোন কি যৌক্তিক? আমি বললাম অবশ্যই। স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণের সময় যদি আমার বয়স থাকতো তাহলে আমি যুদ্ধে যোগ দিতাম। আমার একথা শোনার পরই মুগ্ধ তার মাকে বলে আমিও ছাত্রদের নৈতিক আন্দোলনে যোগ দিব। এরপরই সে আন্দোলনে অংশ নেয়। জুলাই আন্দোলনকারীদের মাঝে পানি ও বিস্কুট বিতরণ করতে গিয়ে মুগ্ধ শহীদ হন। সে আমাদের দেশের সবাইকে একটি বার্তা দিয়ে গেছে, মানুষ মানুষের জন্য। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই।

জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও সম্মাননার জন্য হাইকোর্টে রিটকারী ও এডিটর ইমেরিটাস এম এ এন শাহীন বলেন, যারা সরকারের দায়িত্বে আছেন তাদের বলবো, যাদের কারনে আমরা মুক্ত ভাবে কথা বলতে পারছি তাদের যেন রাষ্ট্রীয় স্বীকৃতি ও সম্মাননা দেওয়া হয় সেই বিষয়ে কাজ করছি। ৭১ দেখেনি। কিন্তু পরবর্তীতে যারা এদেশের পতাকা আগলে রাখার কথা ছিলো তারাই দেশটাকে ধ্বংস করে গিয়েছে।

জুলাই আন্দোলেনে আহত শিক্ষার্থী কামরুল আহসান বলেন, শুধু জুলাই আন্দোলনের কারনে আজ আমরা স্বাধীন ভাবে কথা বলতে পারছি। বিগত ১৫ বছরের বেশি ফ্যাসিস্ট সরকারের আমলে কথা বলতে গেলেই গুম করা হতো, হত্যা করা হতো। আমরা কোন রাজনৈতিক দলের না। আমরা দেশের সম্পদ। দেশের স্বার্থে আমরা আন্দোলন করেছি। আবারও কোন সময় দরকার হলে আবারও মাঠে নেমে যাবো। বাংলাদেশ থেকে সকল রকমের দুর্নীতি অপকর্ম জন্য লড়াই করে যাবো।

আমার বার্তা/এমই

যেসব এলাকা নিয়ে নতুনভাবে গঠিত হচ্ছে ৩৯ আসন

জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে ৩৯টির সীমানা পরিবর্তনের প্রস্তাব করেছে নির্বাচন কমিশন (ইসি)। জনসংখ্যার ভিত্তিতে

বিসিএস ৩৭তম ব্যাচের ১০২ এসিল্যান্ড প্রত্যাহার

দেশের বিভিন্ন অঞ্চলে সহকারী কমিশনারের (ভূমি) দায়িত্বে থাকা বিসিএস ৩৭তম ব্যাচের ১০২ কর্মকর্তাকে প্রত্যাহার করা

হাসিনাকে দেশে ফেরাতে আ.লীগের নতুন পরিকল্পনা, ঢাকায় প্রশিক্ষণ

শিক্ষার্থী-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগ এবং তার নেতৃত্বাধীন সরকারের

সরাসরি ভোটে ৭ শতাংশ আসনে নারী প্রার্থী রাখার প্রস্তাব কমিশনের

বিদ্যমান সংরক্ষিত ৫০ নারী আসন বহাল এবং সরাসরি ভোটে ৭ শতাংশ আসনে নারী প্রার্থীদের মনোনয়ন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদক কারবারে বিরোধ, পুলিশে ধরিয়ে দেওয়ায় কুপিয়ে হত্যা

সেনাকে ক্ষমতা নয়, শুরু থেকেই অবস্থান স্পষ্ট: নাহিদ ইসলাম

থাইল্যান্ডের হাতে আটক কম্বোডিয়ার ২০ সৈন্য

আজ অর্থবছরের প্রথমার্ধের মুদ্রানীতি ঘোষণা

ঢামেকে ভুয়া চিকিৎসক সেজে রোগীর সঙ্গে প্রতারণা, আটক ২

এপিআই ও এক্সিপিয়েন্ট উৎপাদনে বাংলাদেশের আত্মনির্ভরশীলতা

সাদিক সমন্বয়ক ছিল না, ৫ আগস্ট থেকে এই পরিচয় ব্যবহার করেছে

ঢামেক থেকে ভুয়া চিকিৎসক ও সহযোগী আটক

মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় অপতথ্য ছড়াচ্ছে ফ্যাক্টওয়াচ

ছাত্রদল নেতা সৌরভ পাল বহিষ্কার, চারজনের কাছে ব্যাখ্যা তলব

‘রক্ত লাগলে রক্ত নে, জুলাই সনদ দিয়ে দে’– স্লোগান দিয়ে শাহবাগ অবরোধ

এনসিপির জুলাই পদযাত্রা কর্মসূচি সমাপ্ত

চুয়াডাঙ্গার দামুড়হুদায় আগ্নেয়াস্ত্র ও গুলিসহ যুবক গ্রেপ্তার

রাজস্ব আদায়ে লক্ষ্যমাত্রা পূরণে এনবিআরের ব্যর্থতার কারণ

জার্মানির অলিম্পিক স্বর্ণজয়ীর মৃত্যু পাকিস্তানের কারাকোরামে

সূচকের বড় উত্থানের মধ্য দিয়েই পুঁজিবাজারের লেনদেন চলছে

শেখ হাসিনা-জয়সহ পুতুলের বিচার শুরু, গ্রেপ্তারি পরোয়ানা জারি

রাজনৈতিক সিদ্ধান্তে হেলিকপ্টার থেকে গুলি ও ব্লক রেইড

রিটেইল ব্যাংকিং কার্যক্রম বন্ধ করছে এইচএসবিসি

বাংলাদেশি হিসেবে আটকের ভয়ে গুরুগ্রাম ছাড়ছেন মুসলিম বাসিন্দারা