বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পশুপালন অনুষদের শিক্ষার্থীরা সমন্বিত বা কম্বাইন্ড ডিগ্রির দাবিতে আন্দোলন জোরদার করেছেন।
বুধবার (৩০ জুলাই) টানা তৃতীয় দিনের মতো ক্লাস বর্জনের পর তারা অনুষদের মূল ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেন।
আন্দোলনরত শিক্ষার্থীরা "ডিন অফিসে তালা দাও", "এক দেশ এক ডিগ্রি চাই" ও "ফ্যাকাল্টি গেটে তালা দাও"—এমন নানা স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী জানান,"দিনের পর দিন চাকরির ক্ষেত্রে আমরা বৈষম্যের শিকার হচ্ছি। কম্বাইন্ড ডিগ্রি চালু না হওয়া পর্যন্ত আমরা মাঠে থাকবো। প্রশাসনকে এখনই বাস্তব পদক্ষেপ নিতে হবে, নয়তো আন্দোলন আরও তীব্র হবে।"
দুপুরের দিকে পশুপালন অনুষদের আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে যুক্ত হন বাংলাদেশ ভেটেরিনারি অনুষদ ছাত্রসমিতির নেতৃবৃন্দ। করতালির মাধ্যমে তাদের স্বাগত জানান আন্দোলনরত শিক্ষার্থীরা।
ছাত্রসমিতির সহসভাপতি মো. মোরসালিন বলেন,"প্রাণিসম্পদ খাতে উন্নয়ন আনতে চিকিৎসা ও ব্যবস্থাপনা দুই ক্ষেত্রেই দক্ষতা প্রয়োজন। সমন্বিত ডিগ্রির মাধ্যমে এ চাহিদা পূরণ সম্ভব। এ দাবি এখন সময়ের দাবি।"
শিক্ষার্থীরা জানিয়েছেন, তাদের এক দফা দাবি, বাকৃবিতে দ্রুততম সময়ের মধ্যে কম্বাইন্ড ডিগ্রি চালু করতে হবে। দাবি আদায়ে প্রয়োজনে লাগাতার কর্মসূচির প্রস্তুতিও নিচ্ছেন তারা।
আমার বার্তা/জয় মন্ডল/এমই