ই-পেপার বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২

পূর্বাঞ্চলে প্লটসহ হাসিনার আছে কয়েক কোটি টাকা, মেয়েকে দেন ৫ কোটি

আয়কর রিটার্ন-হলফনামার তথ্য
আমার বার্তা অনলাইন
১৯ নভেম্বর ২০২৫, ১০:২৩

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের আদেশের পাশাপাশি তাদের সম্পদ বাজেয়াপ্তের নির্দেশনাও দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

আদালতের এই আদেশের পর তাদের সম্পদের পরিমাণ কত- এই প্রশ্নই সবার মুখে মুখে ঘুরছে। নির্বাচন কমিশনের (ইসি) জমা দেওয়া শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের হলফনামা, আয়কর রিটার্ন ও সম্পদ বিবরণী থেকে তাদের সম্পদের তথ্য পাওয়া গেছে।

ইসিতে জমা দেওয়া শেখা হাসিনার সম্পাদ বিবরণীতে উল্লেখ করা হয়েছে, পূর্বাচলে ১০ কাঠা আয়তনের প্লট, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ১৫ দশমকি ৩ বিঘা কৃষিজমি এবং সেখানে তিনতলা ভবনাসহ ৬.১০ শতাংশ (আংশিক) জমি রয়েছে।

এদিকে ২০২৪ সালে জমা দেওয়া আয়কর রিটার্নে সম্পদের বিবরণীতে টুঙ্গিপাড়া, গাজীপুর ও রংপুরে ১৫ দশমিক ৫০ বিঘা অকৃষি জমি রয়েছে বলে উল্লেখ করা হয়েছে; যেখানে ৬ দশমিক ৬৫ ডেসিমেল জমি সরকার অধিগ্রহণ করেছে বলেও উল্লেখ করা হয়েছে। সোয়া ১৩ লাখ টাকার গয়না, সাড়ে ৭ লাখ টাকার আসবাবপত্র, দুটি গাড়ি, এসি, ব্যাংকে প্রায় ৩ কোটি ৩০ লাখ টাকাসহ মোট ৪ কোটি ৭১ লাখ ৩২ হাজার ১৯১ টাকার স্থাবর-অস্থাবর সম্পদ রয়েছে শেখ হাসিনার। সেখানে বলা হয়েছে, আগের অর্থবছরে তার মোট সম্পদ ছিল ৯ কোটি ২৩ লাখ ৭৪ হাজার ৭০৮ টাকা, সেখান থেকে তিনি কন্যা সায়মা ওয়াজেদ পুতুলকে উপহার দেন ৫ কোটি টাকা।

২০২৪ সালের ৭ জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে ইসিতে দেওয়া হলফনামায়, ১৫ দশমকি ৩ বিঘা কৃষিজমির অর্জনকালীন মূল্য দেখানো হয় ৬ লাখ ৭৮ হাজার টাকা। পূর্বাঞ্চলের অকৃষি জমি অর্জনকালীন মূল্য দেখানো হয় ৩৪ লাখ ৭৬ হাজার টাকা। তিনতলা ভবন ৬ দশমিক ১০ শতকের (আংশিক) অর্জনকালীন মূল্য দেখানো হয় ৫ লাখ টাকা। সবমিলিয়ে হলফনামায় তিনি দেখিয়েছিলেন ৪ কোটি ৩৩ লাখ ৯৬ হাজার ১০৭ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ।

যদিও দুর্নীতি দমন কমিশন বলছে, শেখ হাসিনা সম্পদের তথ্য হলফনামায় গোপন করেছেন। এজন্য ইসিকে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছিল। তবে নির্বাচন কমিশন বলেছে, এখন আর তাদের ব্যবস্থা নেওয়ার মতো কোনো আইন নেই। শেখ হাসিনা গোপালগঞ্জ-৩ আসন থেকে সংসদ সদস্য হয়েছিলেন।

এদিকে ঢাকা-১২ আসনে থেকে সংসদ সদস্য হন হয়েছিলেন আসাদুজ্জামান খান কামাল। তিনি হফনামায় হাতে নগদ ৮৪ লাখ টাকা, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে ৮২ লাখ টাকা, বন্ড ও শেয়ার ২৪ লাখ টাকা এবং ডাকঘর, সঞ্চয়পত্র অথবা স্থায়ী আমানত দেখিয়েছিলেন ২ কোটি ১ লাখ টাকার। সম্পদ বিবরণীতে তিনি দুটি গাড়ির মূল্য দেখিয়েছেন ১ কোটি ৬১ লাখ টাকা, আসবাব ২ লাখ টাকার, ঋণ বাবদ ব্যবসার মূলধন ২ কোটি ২০ লাখ টাকার কথাও উল্লেখ করেছেন।

এছাড়া সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ১৭১ শতাংশ কৃষিজমির অর্জনকালীন মূল্য ১ কোটি ৬ লাখ টাকা, সাড়ে ১৮ শতাংশ অকৃষি জমির অর্জনকালীন মূল্য সাড়ে ৫৮ লাখ টাকা, বাড়ি ও অ্যাপার্টমেন্টের মূল্য দেখিয়েছেন প্রায় ১ কোটি টাকা। সবমিলিয়ে প্রায় ১০ কোটি ২৫ লাখ টাকার সম্পদ দেখিয়েছেন আসাদুজ্জামান খান কামাল।

আমার বার্তা/জেএইচ

নগদের সাবেক এমডি তানভীরসহ স্বার্থসংশ্লিষ্টদের ৭৪ ব্যাংক হিসাব অবরুদ্ধ

মোবাইলে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান (এমএফএস) নগদ লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তানভীর আহমেদ মিশুক, সংশ্লিষ্ট

৫ ব্যাংক একীভূত করার সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

সংকটে পড়া পাঁচ বেসরকারি ব্যাংক একীভূত করার সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করা হয়েছে। মঙ্গলবার

কাজী জাফর উল্যাহ পরিবারের আয়কর বিবরণী সরবরাহের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্যাহ, স্ত্রী নীলুফার জাফর উল্যাহ, দুই

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল: জুলাইয়ের ভুক্তভোগীরা এর চেয়ে ভালো বিচারপ্রক্রিয়ার যোগ্য

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মানবতাবিরোধী অপরাধে তাদের অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুষ্ঠু ভোটে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা জরুরি: সিইসি

ঢাকা বিশ্ববিদ্যালয় এখনো ফ্যাসিবাদের হাত থেকে নিরাপদ নয়: রাশেদ খান

শততম টেস্ট খেলবেন মুশফিক, সিরিজে চোখ বাংলাদেশের

ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য এবার জার্মান দূতাবাসের সতর্কবার্তা

বিদেশ থেকে সেই যুবদল নেতাকে হত্যার নির্দেশ, খুন করে ভাড়াটে সন্ত্রাসীরা

গাজীপুরের শ্রীপুরে যাত্রীবাহী বাসে আগুন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবির প্রথম পর্বের পরীক্ষার রুটিন প্রকাশ

আন্তর্জাতিক পুরুষ দিবস আজ

বেসরকারি শিক্ষকদের বদলি নিয়ে দুঃসংবাদ

আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না: প্রধান উপদেষ্টা

অষ্টম শ্রেণির বাদ পড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনে সময় বাড়ল

খাশোগি হত্যাকাণ্ডের কিছুই জানতেন না সৌদি যুবরাজ: ট্রাম্প

জুলাই হত্যাচেষ্টা মামলায় চিকিৎসক কারাগারে

জনসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত থাকবে নৌবাহিনীর জাহাজ

কারাগারে বিশেষ সুবিধা পাবেন না রাজসাক্ষী সাবেক আইজিপি মামুন

জাপানে ১৭০ টি ভবনে আগুন

পূর্বাঞ্চলে প্লটসহ হাসিনার আছে কয়েক কোটি টাকা, মেয়েকে দেন ৫ কোটি

ভেনেজুয়েলায় হস্তক্ষেপ করলে ট্রাম্পের ‘রাজনৈতিক জীবনের ইতি ঘটবে’

ফিলিস্তিনি শরণার্থী শিবিরে ইসরাইলি হামলায় নিহত ১৩

জার্মানি থেকে ১৬৯২ কোটি টাকায় ই-পাসপোর্ট বুকলেট কেনার সিদ্ধান্ত