কুষ্টিয়ার জেলার কুমারখালী উপজেলার দূর্গাপুর নিবাসী কাজী আকমল হোসেন বার্ধক্যজনিত কারণে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ ৩০ জুলাই ( বুধবার ) রাত ১টা ৩০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন।
মরহুম কাজী আকমল হোসেন গাজী টেলিভিশনের কুষ্টিয়া জেলা প্রতিনিধি এবং কুষ্টিয়া সাংবাদিক ফোরাম, ঢাকার অন্যতম সদস্য কাজী মাজহারুল ইসলাম সাইফুল (কাজী সাইফুল )পিতা।
পিতার মৃত্যুতে সবার কাছে মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া প্রার্থনা করেন ছেলে সাংবাদিক কাজী সাইফুল।
পারিবারিক সূত্রে জানা গেছে,তাঁর নামাজে জানাজা আজ বুধবার বাদ যোহর কুমারখালী দূর্গাপুর গোরস্থান ও ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে।
তার মৃত্যুতে কুমারখালী প্রেসক্লাব এক শোক বার্তায় মরহুম কাজী আকমল হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বলেন, “তাঁর মৃত্যু আমাদের জন্য এক অপূরণীয় ক্ষতি। আমরা তাঁর আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।”