টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশ (ট্রাব) আয়োজিত "নতুনধরা গ্রুপ ট্রাব বিজনেস, কালচারাল অ্যান্ড সিএসআর অ্যাওয়ার্ড ২০২৪ পেলেন ব্যবসা বানিজ্য অঙ্গনের কৃতি ব্যবসায়ী, দি গুডলাক প্রিন্টার্স এর সিইও, বাংলাদেশ মুদ্রণ সমিতির পরিচালক মো. রায়হান পারভেজ।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিকেলে হোটেল ইন্টারকন্টিনেন্টাল’র ক্রিস্টাল বলরুমে ‘বর্তমান অর্থনীতির চ্যালেঞ্জ’ শীর্ষক আলোচনা, নতুনধরা গ্রুপ-ট্রাব বিজনেস, কালচারাল অ্যান্ড সিএসআর অ্যাওয়ার্ড-২০২৪ তাঁর হাতে তুলে দেন প্রধান অতিথি বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী, সাবেক তথ্য সচিব সৈয়দ মার্গুব মোর্শেদ, অর্থনীতিবিদ, আইসিবির চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ, বিটিএমএ’র সভাপতি, আম্বার গ্রুপের চেয়ারম্যান শওকত আজিজ রাসেল, নতুনধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. সাদী-উজ-জামান।
এসময় উপস্থিত ছিলেন আনন্দ গ্রুপের চেয়ারম্যান ড. আব্দুল্লাহেল বারী, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাংগঠনিক সম্পাদক এরফানুল হক নাহিদ, অনুষ্ঠানের সভাপতি সার্ক চলচ্চিত্র সাংবাদিক ফোরামের সভাপতি ও ট্রাবের প্রধান উপদেষ্টা রেদুয়ান খন্দকার ও টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশ (ট্রাব), সভাপতি, দৈনিক গণকণ্ঠ পত্রিকার নির্বাহী সম্পাদক সালাম মাহমুদ।
নতুনধরা গ্রুপ-ট্রাব বিজনেস, কালচারাল অ্যান্ড সিএসআর অ্যাওয়ার্ড-২০২৪- এ লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছেন বরেণ্য সাংবাদিক শফিক রেহমান, এনটিভির পরিচালক নুরুদ্দিন আহমেদ এছাড়া বিভিন্ন ক্যাটাগরিতে পুরষ্কার পেয়েছেন- নতুনধরা গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর বেস্ট এন্টারপ্রেণার অব দ্য ইয়ার (রিয়েল এস্টেট)- ড. মো.সাদী-উজ-জামান। মোস্ট সাকসেসফুল এন্টারপ্রেণার অব দ্য ইয়ার- মো. জাকির হোসেন, ম্যানেজিং ডিরেক্টর, বাংলাকারস। বেস্ট এন্টারপ্রেনার অব দ্য ইয়ার (জাহাজ নির্মাণ শিল্প)- ড. আব্দুল্লাহেল বারী, চেয়ারম্যান, আনন্দ গ্রুপ। মোস্ট সাকসেসফুল এন্টারপ্রেণার অব দ্য ইয়ার- নাছির ইউ মাহমুদ, প্রেসিডেন্ট, ঢাকা বোট ক্লাব।
মোস্ট সাকসেস ফুল এন্টারপ্রেণার অব দ্য ইয়ার ড. সুমন চৌধুরী, চেয়ারম্যান, আর আর এম গ্রুপ। বেস্ট এন্টারপ্রেনার অব দ্য ইয়ার (ট্যুরিজম) লায়ন নজরুল ইসলাম চৌধুরী, প্রেসিডেন্ট, বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেড, বেস্ট এন্টারপ্রেনার অব দ্য ইয়ার (স্যানিটারি ওয়্যার শিল্প) মো. ওমর ফারুক, চেয়ারম্যান, শরীফ মেটাল লিমিটেড, বেস্ট ওমেন এন্টারপ্রেনার অব দ্য ইয়ার কনা রেজা ফাউন্ডার এন্ড সিইও পান-সুপারি, চলচ্চিত্রে পুরষ্কার পেয়েছেন ওস্তাদ জাহাঙ্গীর আলম, রোজিনা।
সংগীতে পুরষ্কার পেয়েছেন ফেরদৌস আরা, ফেরদৌস ওয়াহিদ, ফাহমিদা নবী, রিজিয়া পারভীন, মেহরীন। অন্যান্য ক্যাটাগরিতে পুরষ্কার পেয়েছেন- প্রফেসর ড, হামিদা খানম, লায়ন আনোয়ারা বেগম নিপা, ব্র্যান্ড মার্কেটিংয়ে মো. তারেক উদ্দিন, জনসংযোগে কামরুল ইসলাম। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন- ফেরদৌস আরা, ফাহমিদা নবী, ইথুন বাবু, পরান আহসান,হুমায়রা বশির ও মৌসুমী চৌধুরী।
আমার বার্তা/এমই