মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা বাউশিয়া ইউনিয়নে মোহাম্মদ আব্দুল আজহার উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত ক্রিকেট ফাইনাল টুর্নামেন্ট খেলায় বিজয়ী হয়েছে পুরান বাউশিয়া ওয়ারিশ ক্লাব ক্রিকেট দল।
শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল ১০ ঘটিকার সময় স্কুল মাঠ প্রাঙ্গণে বসুরচর ক্রিকেট দল বনাম পুরান বাউশিয়া মাদ্রাসা পাড়া ক্রিকেট দলের মধ্যে অনুষ্ঠিত হয়েছে খেলাটি।
মো. মনিরুজ্জামান প্রধান সুমনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মো. রাইসুল ইসলাম রিকো, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা জাসাস সভাপতি, মো. হাসান জাহাঙ্গীর, বিশেষ অতিথি ছিলেন সমাজসেবক মিসির আলি সরকার, সাবেক ইউপি সদস্য ১ নং ওয়ার্ড খোরশেদ আলম, ইউপি সদস্য সালাউদ্দিন সিকদার, উপজেলা বিএনপি যুগ্ন আহবায়ক ইঞ্জিনিয়ার মুকবুল আহমেদ রতন, যুবদল যুগ্ন আহবায়ক মো. আশরাফুল আলম সবুজ, বাউসিয়া বিএনপি নেতা মো. মান্নান মিয়াজী, উপজেলা তাতি দল আহবায়ক শাহ আলম প্রমুখ।
বিজয়ী দল ১৪৬ রান লক্ষ্য করে ৮ উইকেটে জয় অর্জন করেছে।
আমার বার্তা/মুকবুল হোসেন/এমই