বাংলাদেশ ক্লাব লিমিটেডের সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট শিল্পপতি, রশিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম কফিল উদ্দিন আহমেদ। ২০২৫-২০২৭ মেয়াদের জন্য তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় এ পদে নির্বাচিত হয়েছেন। একইভাবে পরিচালনা পরিষদের সদস্য হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মো. রাকিব হোসেন বুলবুল, আজাদ এম রহমান, মোহাম্মদ আবু ঝাফর, ফখরুদ্দিন মাহমুদ শাহেদ, মো. মনির হোসেন ইমন, মামুনুজ্জামান খান, মো. শরীফ হোসেন, শেখ হাবিবুর রহমান পলাশ, মিনহাজ মিয়া এবং মো. মিজানুর রহমান।
নবনির্বাচিত সভাপতি কফিল উদ্দিন প্রতিক্রিয়ায় জানান, বাংলাদেশ ক্লাবকে তিনি শুধু সামাজিক সংগঠন হিসেবেই নয়, বরং শিল্প-সংস্কৃতির বিকাশ ও সামাজিক সম্প্রীতির কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চান। পাশাপাশি তিনি প্রতিশ্রুতি দেন ক্লাবের আধুনিকায়ন প্রক্রিয়া ত্বরান্বিত করা ও সদস্যদের কল্যাণে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাওয়ার।
এর আগে গত ১৬ আগস্ট রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে বাংলাদেশ ক্লাবের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। ক্লাবের ইজিএম মিটিংয়ে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ আহমেদ। সভাপতিত্ব করেন ক্লাবের প্রেসিডেন্ট কফিল উদ্দিন আহমেদ। নতুন ভবন নির্মিত হলে ক্লাবের কার্যক্রম আরও বিস্তৃত হবে এবং আধুনিক সুবিধা যুক্ত হবে বলে আশা করা হচ্ছে।
বাংলাদেশ ক্লাব ২০১১ সালের ২৮ নভেম্বর রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানিজে নিবন্ধিত হয়। বর্তমানে এটি উত্তরা ৪ নম্বর সেক্টরে ভাড়া বাসায় কার্যক্রম চালালেও দীর্ঘদিন বড় কোনো উন্নয়ন ঘটাতে পারেনি। তবে ২০২৪ সালের আগস্টে রাজনৈতিক অস্থিরতার সময়ে পূর্ববর্তী প্রেসিডেন্টের পদত্যাগের পর ফাউন্ডার সদস্য হিসেবে কফিল উদ্দিন দায়িত্ব নেন। এরপর থেকে তিনি ক্লাব পরিচালনায় নতুন গতি আনেন। তাঁর প্রচেষ্টায় রাজউক থেকে নতুন ভবন নির্মাণের অনুমতি পাওয়া যায় এবং সম্প্রতি ক্লাবের নিজস্ব জমিতে ভিত্তিপ্রস্তর স্থাপন করা সম্ভব হয়।
কফিল উদ্দিন আহমেদ প্রতিশ্রুতি দিয়েছেন, সভাপতি হিসেবে তাঁর মেয়াদকালে স্বপ্নের ভবন নির্মাণের কাজ দ্রুত এগিয়ে নিয়ে যাওয়া হবে। তিনি আশা প্রকাশ করেন, নতুন ভবন নির্মিত হলে বাংলাদেশ ক্লাব সামাজিক, সাংস্কৃতিক ও কল্যাণমূলক কার্যক্রমে নতুন দিগন্ত উন্মোচন করবে।
আমার বার্তা/এমই