গত ৩১ আগস্ট রাত আনুমানিক ৮টার দিকে বাড্ডা থানাধীন আফতাবনগরের নন-কাবাব রেস্টুরেন্টের সামনে থেকে মো. মিজানুর রহমান ওরফে মুন কামাল (এক্সামিনার জাহিদ নামেও পরিচিত) নামের এক দালালকে গ্রেপ্তার করেছে আইন-শৃঙ্খলা বাহিনী।
গোপন সূত্রে জানা যায়, উক্ত দালাল নৌ পরিবহন অধিদপ্তরে অনুষ্ঠিত সিডিসি সনদ, মাষ্টার ড্রাইভার সনদ পরীক্ষা, পশুর নদীজ্ঞান পরীক্ষা, মেরিন একাডেমি সমূহে ভর্তি, জালিয়াতি ও অনিয়মের মাধ্যমে পরীক্ষায় পাশ করিয়ে দেওয়ার কার্যক্রমের সাথে সক্রিয়ভাবে সংযুক্ত ছিল।
জানা যায়, দালাল মো. মিজানুর রহমান ওরফে মুন কামাল স্বীকার করে যে, নৌ পরিবহন অধিদপ্তরের বেশ কয়েকজন কর্মকর্তার সাথে অর্থের লেনদেনের মাধ্যমে দীর্ঘদিন ধরে উক্ত কার্যক্রম চালিয়ে আসছিল। বর্নিত দালালের অবস্থান টের পেয়ে বাংলাদেশ সেনাবাহিনী সহ বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনী উক্ত স্থানে উপস্থিত হয়ে দালাল মিজানুর রহমান ওরফ মুন কামালকে নগদ অর্থ সহ গ্রেপ্তার করে। পরবর্তীতে বাড্ডা থানায় একটি মামলা দায়ের করা হয়।
উল্লেখ্য, গত ০৯ আগস্ট ২০২৫ তারিখে নৌপরিবহন অধিদপ্তরের অধীনে “সমন্বিত নাবিক রেটিং ভর্তি পরীক্ষা ২০২৫” পরীক্ষাকালীন ২২ জন পরীক্ষার্থীকে শরীরের সাথে ডিজিটাল ডিভাইস বহন করে অসুদপায় অবলম্বন করার অপরাধে গ্রেপ্তার করা হয়। আটককৃত পরীক্ষার্থীদের মাধ্যমে পরীক্ষার সাথে জড়িত অপর এক দালালকেও গ্রেপ্তার করা হয়েছিল।
আমার বার্তা/এমই