পাহাড়ের সাধারণ মানুষের চিকিৎসার মৌলিক অধিকার টুকু বাস্তবায়নের জন্য সেনাবাহিনীর বান্দরবান রিজিয়নের পক্ষ হতে জেলা ও উপজেলা গুলোতে বিনামূল্যে চিকিৎসা সেবা,ঔষধ প্রদান কার্যক্রম চলমান থাকায় দুর্গম এলাকায় বসবাসকারী জনসাধারণ চিকিৎসা গ্রহণের সুযোগ পাচ্ছে।
এদিকে বান্দরবান সেনা রিজিয়নের ৭ ফিল্ড এম্বুলেন্স এর পরিচালনায় অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান, প্রয়োজনীয় ঔষধ বিতরণ এবং রুগীদের আবেদনের প্রেক্ষিতে উন্নত চিকিৎসার জন্য আর্থিক সহায়তা কার্যক্রম চলমান রেখেছে।
রবিবার (৩১ আগস্ট) সকালে ৭ ফিল্ড এ্যাম্বুলেন্স এর কার্যালয়ে দিনব্যাপী মেডিকেল ক্যাম্পেইনে দেখা যায়,জেলা সদর সহ আশেপাশের এলাকা হতে প্রায় ৫০০ জন রুগী চিকিৎসা সেবা নিতে এসেছেন।
সেনাবাহিনীর ৭ ফিল্ড এ্যাম্বুলেন্স এর উপ-অধিনায়ক ডাঃ মেজর সাইফুল ইসলাম, ডাঃ ক্যাপ্টেন মোঃ আবু সায়েম, ডাঃ ক্যাপ্টেন বুশরা তুল জান্নাত এসময় রুগীদের চেকাপ শেষে, প্রয়োজনীয় ঔষধ এবং প্রয়োজন বোধে উন্নত চিকিৎসা ও ঔষধ ক্রয়ের জন্য আর্থিক সহায়তাও প্রদান করেন।
এসময় ডাঃ ক্যাপ্টেন মোঃ আবু সায়েম বলেন শান্তি ও সম্প্রীতির কর্মসূচির আওতায় সপ্তাহে দুই দিন রবি ও বুধবার,তিনি বলেন বান্দরবান জেলা সদরে এই দুই দিন হাট বাজার বসায় পাহাড়ের দুর্গম এলাকার জনসাধারণ বান্দরবান জেলা সদরে আশে,এতে তারা বেচা বিক্রির পরে চিকিৎসা সেবাটাও গ্রহণের সুযোগ পায়।আমরা বিনামূল্যে চিকিৎসা সেবার পাশাপাশি, আর্থিক সহায়তাও প্রদান করে আসছি।
বাংলাদেশ সেনাবাহিনী ভবিষ্যতেও পার্বত্য এলাকার ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সহ সকল জাতি ও ধর্মের মানুষের মাঝে সহাবস্থান বজায় রেখে তাদের জীবনমান উন্নয়নের পাশাপাশিযে কোন প্রয়োজনে সর্বদা নিরলসভাবে কাজ করে যাবে।