
ঢাকা–১৮ আসনে মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে তৃণমূল বিএনপির বিক্ষুব্ধ নেতাকর্মীরা মশাল মিছিল করেছেন।
শুক্রবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর উত্তরা আজমপুর বাসস্ট্যান্ড থেকে মিছিলটি শুরু হয়ে ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে নেতাকর্মীরা বিক্ষোভ প্রদর্শন করেন।
মশাল হাতে তারা ঢাকা–১৮ আসনের মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে স্লোগান দেন এবং দলীয় নেতৃত্বের দৃষ্টি আকর্ষণ করার আহ্বান জানান।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ৩৬টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেন। এর মধ্যে ঢাকা–১৮ আসনে এস এম জাহাঙ্গীর হোসেনের নাম প্রকাশ হওয়ার পর থেকেই তৃণমূলের একটি অংশে ক্ষোভ দেখা দেয়।
নেতাকর্মীরা জানান, তৃণমূলে যারা দীর্ঘদিন সংগ্রাম করেছেন, তারা যেন ন্যায্য মূল্যায়ন পান-সেই দাবি নিয়েই তাদের এই মশাল মিছিল।
আমার বার্তা/এল/এমই

