মাসুম বিলাল ফারদিন এ সময়ের জনপ্রিয় সংগীতশিল্পী। কাজ করছেন পাকিস্তান কালচারাল এফেয়ারস মিনিস্ট্রি এবং পাকিস্তান হাইকমিশন বাংলাদেশ লিস্টেড সংগীতশিল্পী হিসাবে। পাকিস্তান হাইকমিশন এর মিডিয়া উইং সদস্য হিসাবেও আছেন। ইতোমধ্যে বাংলাদেশ পাকিস্তানের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে গান করে বেশ প্রশংসা কুড়িয়েছেন। পেয়েছেন সাউথ এশিয়ান আইকন পদবি। এবার দিলেন নতুন খবর। সম্প্রতি বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে গান করেছেন। গানের শিরনাম বাংলাদেশ এর ইউনূস সবার ইউনূস। গানটি নিজেই লিখেছেন, সুর করেছেন রকি এবং ফারদিন। এবার দিলেন নতুন খবর। জাতিসংঘের অন্তর্গত UNIPA (Uniteed Nations Inter Pacific Association)-এর বাংলাদেশ চ্যাপ্টারের প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হয়েছেন। এটি শুধুমাত্র তাঁর ব্যক্তিগত সাফল্য নয়, বরং বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার জন্য একটি গর্বের বিষয়। তাঁর নেতৃত্বে আমরা জাতিসংঘের মানবাধিকার, টেকসই উন্নয়ন, শান্তি, শিক্ষা এবং পরিবেশবিষয়ক লক্ষ্যগুলোতে আরও কার্যকরভাবে এগিয়ে নিয়ে যেতে পারবে বলে UNIPA কর্তৃপক্ষের বিশ্বাস। তারা এই নতুন দায়িত্ব পাওয়ায় শুভ কামনা ও আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।
মাসুম বিলাল ফারদিন বলেন‘এই বয়সে বাংলাদেশ চ্যাপ্টারের প্রেসিডেন্ট হওয়া আমার জন্য বড় পাওয়া ও গর্বের। ধন্যবাদ জাতিসংঘ ও বাংলাদেশ সরকারকে। তবে আজ আমার বাবা বেঁচে থাকলে সবচেয়ে বেশি খুশি হতেন। সবাই আমার জন্য দোয়া করবেন যেন আরো ভালো কিছু করতে পারি।’
মাসুম বিলাল ফারদিন একজন প্রতিশ্রুতিশীল নেতৃত্বশীল ব্যক্তি যিনি তরুণ অনুপ্রেরণা এবং একজন সম্মানিত সরকারি কর্মকর্তা, সাংস্কৃতিক প্রতিনিধি ও মানবতার সেবক