ই-পেপার রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ২০ আশ্বিন ১৪৩২

মাজারের গাছ কেটে ফৌজদারি অপরাধ করা হয়েছে: ফরহাদ মজহার

আমার বার্তা অনলাইন:
০৪ অক্টোবর ২০২৫, ১৫:৫১

কবি ও চিন্তক ফরহাদ মজহার বলেছেন, ‘শাহ আলী (র.) মাজারের গাছ কেটে ফৌজদারি অপরাধ করা হয়েছে, এর বিচার হতে হবে। সরকারের তিনজন উপদেষ্টা এখানে এসে বক্তব্য দিয়েছেন, তাদের আশা-আকাঙ্ক্ষাকেও অসম্মান করা হয়েছে। সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বন্ধুও গান-সংগীত বন্ধ দেখে বিস্মিত হয়েছিলেন। অথচ আমরা সেই সাধনা আবার শুরু করেছিলাম। কেন তা বন্ধ করা হলো, তার জবাব মাজার কর্তৃপক্ষকে দিতে হবে।’

শনিবার (০৪ অক্টোবর) দুপুরে রাজধানীর মিরপুর ১ নম্বর শাহ আলীর (র.) মাজারে শতবর্ষী বটগাছ কাটা এবং সারাদেশে মাজারে হামলার প্রতিবাদে আয়োজিত সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সমাবেশে তিনি এ কথা বলেন। আংশিক কেটে ফেলা গাছের গোড়ায় সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সমাবেশ হয়।

ফরহাদ মজহার বলেন, ‘মাজার হলো মিলন মেলা। গণতন্ত্রের আরেক নামও মিলন মেলা। যদি মিলনই না হয়, তবে গণতন্ত্র কীভাবে সম্ভব।’

ফরহাদ মজহার আরও বলেন, ‘আমরা যারা মাজারের ভক্ত, আশিক, তারা জানি—এখানে বরকত আছে, আল্লাহর রহমত নেমে আসে। আজ যে গাছ কাটা হয়েছে, এটা শুধু একটি গাছ নয়—এটা ছিল পাখি, প্রাণী, সাধক-পাগলদের আশ্রয়। এর সঙ্গে জড়িয়ে আছে মাজারের ইতিহাস, স্মৃতি, ভক্তি ও সাধনার ধারা।’

সংবাদ সম্মেলনে কবি ও ফিল্মমেকার মোহাম্মদ রোমেল বলেন, ‘পীর-মুর্শিদ, ফকির, দরবেশ, সাধু-সন্তদের মাজার, দরগাহ, দরবার, আখড়া—এসব কেবল ধর্মীয় ক্ষেত্র নয়, সামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভক্তি ও ভালোবাসার আকুতি থেকেই মাজার গড়ে ওঠে। কিন্তু ফ্যাসিস্ট সরকারের পতনের পর একের পর এক মাজার ধ্বংসের ঘটনা ঘটছে। এতে দেশের আধ্যাত্মিক সংস্কৃতি ও ইতিহাস ধ্বংসের পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে।’

তিনি উল্লেখ করেন, ‘শাহ আলী বোগদাদীর (রহ.) মাজার প্রাঙ্গণে শতবর্ষী বটগাছের ডাল কেটে দেওয়া হয়েছে। এর আগে সিন্নিগাছ নামে পরিচিত বটগাছের গোড়ায় মোমবাতি-আগরবাতি জ্বালানো নিষিদ্ধ করা হয়েছিল। অথচ লোকবিশ্বাস অনুযায়ী, এ গাছের জন্ম হয়েছিল হযরত শাহ আলী বোগদাদীর ব্যবহৃত লাঠি থেকে। বহু ভক্ত এই গাছের নিচে মানত করতেন। বিকল্প ব্যবস্থা রাখা হলেও ভক্তরা এটিকে আধ্যাত্মিক চর্চার ওপর আঘাত হিসেবেই দেখছেন।’

মোহাম্মদ রোমেল আরও বলেন, ‘‘মাত্র পাঁচ মাস আগে মাজার প্রাঙ্গণের এক অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী গান-সংগীত নিষিদ্ধ দেখে বিস্ময় প্রকাশ করেছিলেন। তিনি মাজার কর্তৃপক্ষকে এ ধরনের ‘হঠকারী কাজ’ থেকে বিরত থাকার আহ্বান জানান। মাজারকে সংস্কৃতির অংশ হিসেবেও অভিহিত করেছিলেন তিনি। তবে এরপরও মাজার প্রাঙ্গণে ওয়াজ মাহফিলে গানকে ইসলাম ও কোরআনের শত্রু হিসেবে প্রচারণা চালানো হয়। ভক্ত-আশেকানদের অভিযোগ, শুধু শাহ আলীর মাজার নয়, সারাদেশে আধ্যাত্মিকতা চর্চায় ক্রমেই নতুন নতুন বাধা তৈরি হচ্ছে।’’

সংবাদ সম্মেলন শেষে কবি ফরহাদ মজহারসহ মাজারের পাগলদের নিয়ে ১০ মিনিটের জন্য মাজারের প্রশাসনিক ভবন ঘেরাও করেন।

আমার বার্তা/এমই

উদ্যোক্তা মিটআপ নীল রঙের মঞ্চ মাতালো একঝাঁক উদ্যোক্তা

রাজধানীর মগবাজার একটি রেস্টুরেন্টে শনিবার বিকাল ৪টায় অনুষ্ঠিত হলো দিয়ামনি ই কমিউনিকশনের আয়োজনে ও পদ্মা

মিরপুরে যাত্রীদের নামিয়ে বাসে গুলি বর্ষণ ও আগুন

রাজধানীর মিরপুরে যাত্রীদের নামিয়ে আলিফ পরিবহনের একটি বাসে গুলি বর্ষণ ও আগুন দেয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার

শুক্রবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ থাকবে

সাপ্তাহিক ছুটির দিনে অনেকে পরিবার-পরিজন নিয়ে কেনাকাটা কিংবা ঘুরতে বের হন। কিন্তু গিয়ে যদি দেখেন

যানজটের নগরী আজ ফাঁকা, মূল সড়কে বেড়েছে রিকশার চলাচল

রাজধানীর আগারগাঁও শিশুমেলার মোড়ে দাঁড়িয়ে তাবারুল ইসলাম। যাবেন ফার্মগেট। এই রুটের চেনা বাসগুলোর দেখা নেই।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবাগত ওসি'র সাথে ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময়

সুমুদ ফ্লোটিলা থেকে অপহৃত ১৩৭ জনকে তুরস্কে পাঠিয়েছে ইসরায়েল

উদ্যোক্তা মিটআপ নীল রঙের মঞ্চ মাতালো একঝাঁক উদ্যোক্তা

আরব আমিরাতের জ্বালানি ও অবকাঠামো মন্ত্রীর সঙ্গে নৌপরিবহন উপদেষ্টার বৈঠক

বিসিবি নির্বাচন বাতিল না হলে লিগ বর্জনের হুমকি আবাহনী-মোহামেডানসহ ৪৮ ক্লাবের

বাংলাদেশ-চীনের জনগণের মধ্যে বন্ধুত্ব আরও দৃঢ় হয়েছে: ড. ইউনূস

ছাত্ররা উপদেষ্টা না হলে এই সরকার ৩ মাসও টিকত না: নাহিদ

প্রধান উপদেষ্টা ও ওসিকে হুমকি দেওয়ার অভিযোগে থানায় জিডি

আমিরাতে ৬৬ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি

বাংলাদেশ জার্নাল্টিস ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠিত

সাংবিধানিক প্রক্রিয়া ছাড়া সংবিধান পরিবর্তনের অধিকার কারও নেই

জাতীয় নির্বাচনকে সামনে রেখে সরাইলে আঞ্চলিক ঐক্যের মতবিনিময় সভা

বাংলাদেশ মানবপাচার-বিরোধী পদক্ষেপ জোরদার করেছে: মার্কিন টিআইপি রিপোর্ট

ফেব্রুয়ারিতে নির্বাচনের নামে প্রহসন হতে যাচ্ছে: জিএম কাদের

বারিতে প্রশাসনিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দুদকের অভিযান

বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয় চীন: শি জিনপিং

সংস্কারের নামে আওয়ামী লীগের পুনর্বাসন করা হচ্ছে: রাশেদ খান

গাইবান্ধায় ৮০ পয়সার অ্যানথ্রাক্সের ভ্যাকসিনের দাম ২০ টাকা

দিনে ও রাতে তিন সময়ে পাঠ করুন আয়াতুল কুরসী

চাঁদাবাজির সময় আটককৃতদের অতিরিক্ত পুলিশ সুপারের ওপর হামলা