ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল, পাকশিমুল, চুন্টা এবং পানিশ্বরসহ ৪ টি ইউনিয়নের আঞ্চলিক ঐক্যের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ অক্টোবর) দুপুরে উপজেলার শান্তিনগর এলাকায় এই সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক ও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব আখতার হোসেন।
তিনি বলেন, আমরা ভাটি এলাকার মানুষ, আমাদের পরিচয় আমরা ভাটি এলাকার মানুষ, ভাটি এলাকার কি প্রয়োজন আমি অনুভব করি। যেহেতু আমি এখানকার সন্তান, আমাকে আপনারা কেউ বলতে হবে না, আমাকে কেউ শিখিয়ে দিতে হবে না। কোথায় রাস্তা, স্কুল, বিশ্ববিদ্যালয় ও বাজার হাটের প্রয়োজন সেটা আমি ভাল করে জানি। আমি ব্যক্তিগতভাবেও জানি, অতএব আমার যদি সুযোগ আসে, দল যদি আমাকে দয়া করে নমিনেশন দেওয়া হয় আমি আপনাদের সহযোগিতা চাই, আপনাদের দোয়া চাই, আপনাদের ঐক্যবদ্ধতা চাই।
পানিশ্বর ইউনিয়ন বিএনপির সভাপতি মোবারক আলীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলার ভাটি অঞ্চলের ৪টি ইউনিয়নের বিএনপি, যুবদল, কৃষকদল নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পানিশ্বর ইউনিয়নের বিএনপির নেতা মোস্তফা।
আমার বার্তা/মো. রিমন খান/এমই