উৎপাদনের জেলা বগুড়ায় পাইকারিতে কাঁচা মরিচ ট্রিপল সেঞ্চুরি হাকিয়ে নতুন লঙ্কা কাণ্ড সৃষ্টি করেছে।
শনিবার (৪ অক্টোবর) দেশের অন্যতম সবজির মোকাম মহাস্থানগড় হাটে কাঁচা মরিচ মানভেদে ২৮০ থেকে ৩০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
শীতের আগাম সবজি হিসেবে বাজারে এসেছে শিম ও সাঁজনা। মোকামে শিম বিক্রি হচ্ছে ১৪০ টাকা কেজিতে, সাঁজনা বিক্রি হচ্ছে দেড়শো টাকা কেজিতে।
এছাড়াও অন্যান্য সবজির বাজারদর হয়েছে গাজর ১০০ টাকা, টমেটো ১১০ টাকা, করলা ৮০ টাকা, মিষ্টি লাউ ৪০ টাকা, পটল ৩৫ টাকা এবং আলু ১৮ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। গত সপ্তাহের তুলনায় পাইকারিতে পেঁয়াজের ঝাঁজ বেড়ে ৬৫ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
মোকামের পাইকাররা জানান, বৈরি আবহাওয়ার কারণে মাঠে ফলন ব্যহত হওয়ায় এবং পূজার ছুটিতে ভারত থেকে সবজি আমদানি বন্ধ থাকায় মরিচের দাম বেড়ে গেছে। তবে তাদের আশা, আগামী দুই-তিন দিনের মধ্যে আমদানি শুরু হলে দাম স্বাভাবিক হয়ে আসবে। এছাড়া এ মাসের শেষ থেকে বাজারে শীতকালীন সবজি উঠতে শুরু করলে সবজি ও মরিচের দাম নিয়ন্ত্রণে আসবে।
বর্তমানে বগুড়ার মহাস্থান হাট মোকাম থেকে প্রতিদিন ছোট-বড় অন্তত ২০টি ট্রাকে সবজি দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছে।
আমার বার্তা/এল/এমই