ই-পেপার রবিবার, ০২ ফেব্রুয়ারি ২০২৫, ১৮ মাঘ ১৪৩১

খুলনায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

আমার বার্তা অনলাইন:
০১ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৫৫

খুলনায় সড়ক দুর্ঘটনায় তিন জন নিহত হয়েছেন। শুক্রবার (৩১ জানুয়ারি) রাত পৌনে ১০টার দিকে মহানগরীর আড়াংঘাটা থানা এলাকায় এবং বিকালে ফুলতলা এলাকায় দুটি দুর্ঘটনায় তারা নিহত হন। আহত হয়েছেন কমপক্ষে ৭ জন।

আড়ংঘাটা থানার ওসি প্রদীপ কুমার মিত্র জানান, শুক্রবার দিনগত রাত পৌনে ১০টার দিকে আড়াংঘাটা থানা এলাকার লতার বাইপাস মোড়ে সড়ক দুর্ঘটনায় ডুমুরিয়া উপজেলার পশ্চিমবিল পাবলা এলাকার নির্মল সেনের ছেলে পুষ্পেন সেন এবং প্রভাস মণ্ডলের ছেলে সৌরভ মণ্ডল নিহত হয়েছেন। ওই দুই যুবক মোটরসাইকেলে আড়ংঘাটা থানার লতার বাইপাস মোড় লিংক রোড থেকে বাইপাস মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময়ে স্থানীয় আফিলগেট এলাকা থেকে খুলনাগামী একটি বাস তাদের ধাক্কা দেয়। এর পর তারা আবার খুলনা থেকে আফিলগেটগামী একটি পিকআপের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী পুষ্পেনের মৃত্যু হয় এবং সৌরভকে স্থানীয়রা খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।

দুজনের মরদেহ খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এদিকে, ফুলতলা থানার ওসি মনিরুজ্জামান খান বলেন, ‘ফুলতলা উপজেলার বেজেরডাঙ্গা চৌদ্দমাইল এলাকায় বিকাল সোয়া ৪টার দিকে প্রাইভেটকার ও সিএনজির মধ্যে সংঘর্ষে হাফিজুর রহমান (৫৫) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৭ জন।

নিহত হাফিজ ঝালকাঠির নলছিটি উপজেলার আনসার আলী আকনের ছেলে।

আহতরা হলেন– খুলনার ফুলতলার যুগ্নীপাশা এলাকার তপু ইসলাম (২৮), যশোরের অভয়নগরের পোড়াখালী এলাকার ফারুক (৩৫) এবং তার স্ত্রী শিরীন (৩০), তাদের দুই সন্তান মেহেদী হাসান (১০) ও রুজাইনা (৭), খুলনার আবদুল কুদ্দুসের ছেলে আসলাম (৫), কুষ্টিয়ার আলমের ছেলে আকাশ (২৮), যশোরের অভয়নগরের কৃষ্ণ কুমার পালের ছেলে সৌমিক (১২)।

পুলিশ জানায়, খুলনা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী প্রাইভেটকার (ঢাকা মেট্রো গ ২৯-৯১২৮) এবং যশোরের অভয়নগর থেকে ছেড়ে আসা যাত্রীবাহী মাহিন্দ্রার খুলনার ফুলতলা উপজেলার বেজেরডাঙ্গা ১৪ মাইল মিমু জুটস মিলের সামনে খুলনা-যশোর মহাসড়কে মুখোমুখি সংঘর্ষ হয়। এই সংঘর্ষে প্রাইভেটকার ও মাহিন্দ্রার ড্রাইভারসহ ১০ যাত্রী গুরুতর আহত হন। তাদের প্রথমে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহতদের খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে হাফিজকে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আমার বার্তা/এমই

কুমিল্লায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে স্বেচ্ছাসেবক দল নেতা নিহত

কুমিল্লার নাঙ্গলকোটে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে স্বেচ্ছাসেবক দল নেতা নিহত হয়েছেন। শনিবার (১ ফেব্রুয়ারি)

গর্ব করে বলবো বাংলাদেশের তরুণরা পৃথিবীতে অদ্বিতীয়: ইসি

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, শিক্ষার্থীরা জাতিকে জাগিয়েছে। এর চেয়ে

গুম-খুনের সঙ্গে জড়িতদের বিচার করতে হবে: জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা অতীত নিয়ে পড়ে থাকতে চাই না।

গজারিয়ার বাউসিয়ায় ক্রিকেট ফাইনালে বিজয়ী দল পুরান বাউশিয়া ওয়ারিশ ক্লাব

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা বাউশিয়া ইউনিয়নে মোহাম্মদ  আব্দুল আজহার উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত ক্রিকেট ফাইনাল
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রজ্ঞাপনের অপেক্ষায় বাদ পড়া ২২৭ জন বিসিএস ক্যাডার

ভাঙা আঙুলের কুনিম্যানের কাছে শ্রীলঙ্কার লজ্জার হার

মিয়ানমারে বিদ্রোহীদের হামলায় ২২ জান্তা সেনা নিহত

রাষ্ট্র পুনর্গঠন থেকে পিছিয়ে গেলে দেশ ও জনগণ ক্ষতিগ্রস্ত হবে

কুমিল্লায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে স্বেচ্ছাসেবক দল নেতা নিহত

রোববার অর্ধবেলা হরতালের ডাক ইনসানিয়াত বিপ্লবের

রোববার অর্ধবেলা হরতালের ডাক ইনসানিয়াত বিপ্লবের

বিষয়ভিত্তিক সেরা লেখক স্বীকৃতির আয়োজনের প্রস্তাব ড. ইউনূসের

ছাত্রদের নতুন রাজনৈতিক দল গঠন নিয়ে যা বললেন জিএম কাদের

দলে যেনো আওয়ামী লীগের প্রেতাত্মারা ঢুকতে না পারে: ফখরুল

রাজনীতি কি একটি পেশা?

মহাখালী সড়ক অবরোধ করলেন তিতুমীরের শিক্ষার্থীরা

পাকিস্তানে রাতভর সংঘর্ষে ১৮ সেনাসহ নিহত ৪১ জন

আইএফআইসি ব্যাংকের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

স্বৈরাচারের দোসরদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান তারেক রহমানের

দল গঠন করতে চাইলে সরকারের দায়িত্ব ছেড়ে দিন: আবদুস সালাম

বিজয়ের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা নেই, কোয়াবের সহযোগিতা চায় ২ ক্রিকেটার

গর্ব করে বলবো বাংলাদেশের তরুণরা পৃথিবীতে অদ্বিতীয়: ইসি

আলটিমেটাম দিয়ে আন্দোলনের যৌক্তিকতা নেই: শিক্ষা মন্ত্রণালয়

শিল্পের মর্যাদা আসবে শিল্পীর মর্যাদার মাধ্যমে: ফরিদা আখতার