ই-পেপার বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১
ছাগল আর গরুকাণ্ডে তোলপাড় দেশ

জানার আগ্রহ আর আতঙ্কে অনেকেই এরপর কপাল ফাটবে কার ?

পারভেজ খান
০৩ জুলাই ২০২৪, ১৩:২০

এমপি আনার হত্যাকাণ্ডের পর সাবেক আইজিপি বেনজীর অধ্যায় শেষ না হতেই এনবিআরের মতিউরের ছাগলকাণ্ড আর সাদিক এগ্রোর ইমরানের গরুকাণ্ডে তোলপাড় শুরু হয়েছে সারাদেশে। ছাগল আর গরুর তাড়া খেয়ে মতিউর আর ইমরানরা গা ঢাকা দিলেও আতঙ্কে আছেন সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত আঙুল ফুলে বটগাছ হওয়া শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা। অফিসে দাপ্তরিক কাজের চাইতে তারা এখন একে অপরের সাথে আলোচনায় ব্যস্ত, এরপর কে আসছে? ছাগল গরুর পর এবার কার কপাল ফাটতে যাচ্ছে ? গতকাল মঙ্গলবার এনবিআর ও কাস্টমস, পুলিশ, বিজিবি, দুদকসহ কয়েকটি আলোচিত সমালোচিত করপোরেট হাউজের উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলে এই পরিস্থিতির কথা জানা গেছে। গতকাল বেসরকারি গবেষণা ও মানবাধিকার সংস্থা এম্পাওয়ারমেন্ট থ্রু ল অব দ্য কমন পিপল (এলকপ) আয়োজিত আলোচনা সভাতে উপস্থিত সমাজের বিভিন্ন শ্রেণি পেশার মানুষও ব্যস্ত ছিলেন এই আলোচনায়।

নাম প্রকাশে অনিচ্ছুক এনবিআরের কয়েকজন কর্মকর্তা গতকাল আমার বার্তাকে বলেন, যারা এ ধরনের অপরাধের সাথে সম্পৃক্ত তারা সকলেই কোনো না কোনো ভাবে সরকারের শীর্ষ পর্যায়ে অবস্থানরত ব্যক্তিদের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত। এনবিআর কিন্তু পুলিশ, বিজিবি আর দুদকের অনেকের মতো কারো কাছ থেকে জোর করে টাকা ছিনিয়ে নেয় না। একটি অসৎ চক্র বিশেষ করে বড় বড় অসাধু ব্যবসায়ীরা তাদের নিজেদের স্বার্থেই এনবিআরের একটি সিন্ডিকেটকে ম্যানেজ করে চলে। হাজার কোটি টাকা বাঁচাতে শত কোটি টাকা ঘুষ দেয়। আর এভাবেই আজ সবার নজর এনবিআরের দিকে। এনবিআরে অভিযান চালালে এনবিআর এই তিন অক্ষরের কোনোটাই আর থাকবে না। শীর্ষ পর্যায়ের কিছু কর্মকর্তা এই প্রতিষ্ঠানকে যুগের পর যুগ স্বর্ণের খনি বানিয়ে রেখেছেন। যখন যিনি দায়িত্বে আসেন তিনিই যত পারেন নিজের আখের গোছান।

কর্মকর্তারা বলেন, তাদের সাবেক ঘুষখোর কর্মকর্তাদেরও খুঁজে বের করা হচ্ছে। তাদের সাবেক দুই কর্মকর্তা সহকারী কমিশনার মোখলেছুর রহমান ও তার পরিবারের ৪ কোটি টাকার অবৈধ সম্পদের খোঁজ পেয়েছে দুদক। এছাড়াও প্রায় দেড় কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ এনবিআরের সাবেক কর্মকর্তা বদরুন নাহারের বিরুদ্ধেও মামলাও হয়েছে। এরকম আরো অনেক রয়েছে। সবাইকেই আইনের আওতায় আনা দরকার। এখন একটা সুযোগ এসেছে। শুধুমাত্র রাজধানীর মোহাম্মদপুর এলাকায় ৫ শতাধিক বাড়ি আছে তাদের কাস্টমস কর্মকর্তাদের। শুধু কর্মকর্তা কেন, এনবিআরের একজন অসৎ পিওন আর গাড়ি চালকও এখন শত কোটি টাকার সম্পদের মালিক।

বেসরকারি সংস্থা মানুষ মানুষের জন্য’র কর্মকর্তা প্রীতি রায় গতকাল এই প্রতিবেদককে বলেন, দুর্নীতি নিয়ে গত বছর তাদের একটি গবেষণা প্রকাশ পায়। এ বছরও তারা একই বিষয় নিয়ে আবার মাঠে নেমেছে। তাদের গবেষণা মতে ঘুষ আর দুর্নীতির শীর্ষে রয়েছে এনবিআর ( কাস্টমসসহ) , পুলিশ, দুদক, বিজিবি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আর ভূমি অফিস (রেজিস্ট্রেশনসহ)। সংশ্লিষ্ট দুর্নীতিবাজরা অধিকাংশই ক্ষমতাশীন দলের আশীর্বাদপুষ্ট হয়ে থাকেন। যখন যে দলই ক্ষমতায় আসুক এরা সে দলেরই পা চাটা হয়ে তাদের স্বার্থ আদায় করে দাপটের সাথেই থাকেন।

গতকাল বেসরকারি গবেষণা ও মানবাধিকার সংস্থা এম্পাওয়ারমেন্ট থ্রু ল অব দ্য কমন পিপল (এলকপ) এর আলোচনা সভাতে জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান ড. মিজানুর রহমানও ঠিক একই কথা বললেন। তিনিতো আরেকটু বাড়িয়েই বললেন। তার ভাষ্য, প্রধানমন্ত্রীর চারপাশে ঘুরঘুর করে চাটার দল। এদের হাত থেকে প্রধানমন্ত্রীকে রক্ষা করতে হবে। আর এজন্য এগিয়ে আসতে হবে সবাইকে।

ড. মিজানুর রহমান গতকাল আমার বার্তাকে বলেন, চারপাশে যা ঘটছে তা দেখে বোঝাই যাচ্ছে রাষ্ট্রের সব ক্ষেত্রে সততা, জবাবদিহিতা এবং স্বচ্ছতার বড় বেশি অভাব। থাকলে আজ এসব ছাগল-গরুকাণ্ড ঘটটো না। এখান থেকে বের হয়ে আসতে হলে আমাদের আগে এগুলো নিশ্চিত করতে হবে।

অর্থনীতিবিদ এবং বাংলাদেশ অর্থনৈতিক সমিতির সভাপতি ড. কাজী খলীকুজ্জামান আহমদ বলেন, একজন দুর্নীতি করে পার পেয়ে যাচ্ছে, তাকে দেখে আরেকজন দুর্নীতি করার সাহস পাচ্ছে। এ কারণে আজ দুর্নীতি এতো পরিমাণে বেড়েছে। এদের রুখতে সরকারকে দুষ্ট চক্রকে (সিন্ডিকেট) চিহ্নিত করে তাদের শাস্তির আওতায় আনতে হবে।

পুলিশ নিয়েও অভিযোগের অন্ত নেই। পাহাড় সমান সম্পদের মালিক পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদ। দেশ ছেড়ে পালিয়েছেন। সাম্প্রতিক ভারত সফর শেষে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের ইঙ্গিত করে বলেছেন, ‘এতই অর্থ বানিয়ে ফেললেন যে দেশেই থাকতে পারলেন না, তাতে লাভ কী হলো?’ অভিযোগ উঠেছে পুলিশের সাবেক আরো দুইজন ডিএমপি কমিশনারের বিরুদ্ধে। দুদকের নজরে আছে এরকম আরো সাবেক ও বর্তমান ১০ থেকে ১২ জন শীর্ষ পর্যায়ের পুলিশ কর্মকর্তা।

অভিজ্ঞ আইনজীবী ও সমাজসেবক ব্যারিস্টার রাশেদ আহমেদ গতকাল আমার বার্তাকে বলেন, বেনজীর, শফিক, আছাদ, মতিউর, মোখলেসুর, বদরুন নাহার, ইমরান বা মতিউর রহমানদের সংখ্যা কম নয়। কিন্তু দুঃখজনক ব্যাপার হলো, গণমাধ্যমে রিপোর্ট বা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার আগে বিষয়গুলো জানা যাচ্ছে না। তাদের মতো আরো যারা রাষ্ট্রীয় ক্ষমতা কাঠামোর মধ্যে থেকে হাজার হাজার কোটি টাকা কামিয়েছেন এবং দেশের বাইরে পাচার করে দিয়েছেন, তাদের সবার নামই প্রকাশ্যে আসা উচিত। এখন বিষয়টা হচ্ছে যে দুদক কতটা পারবে ?

তিনি আরো বলেন, দুদকও ধোয়া তুলসি পাতা নয়। এধরনের রাঘব বোয়াল তাদের বিভাগেও আছে। এ ছাড়া যারা সৎ তারাই বা কতটা এগুতে পারবেন সেটাও প্রশ্নবিদ্ধ। আলোচিত এসব ঘটনায়, বিশেষ করে বেনজীরের ঘটনায় দুদক প্রকাশ্যে সংবাদ মাধ্যমে বলছে তারা অবৈধ সম্পদের অনেক প্রমাণাদি পেয়েছে। অপরদিকে একজন প্রভাবশালী মন্ত্রী বলছেন, সবই অনুমাননির্ভর বরং তিনি বেনজীরের পক্ষে সাফাইয়ের সুরেই বলেছেন, তিনি দীর্ঘদিন মিশনে ছিলেন। জমি কিনেছেন অনেক আগে, তখন দাম কম ছিলো। এই যদি মন্ত্রীদের কারো কারো অবস্থান হয়ে থাকে তখন তাদের অধস্তন কর্মকর্তারা তদন্ত করার সাহস কতটা পাবে ?

আমার বার্তা/জেএইচ

রাজধানীতে অবৈধ সীসা বারে সয়লাব

* সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর মদদে বিস্তার ঘটে বারের * তারকা হোটেল আমারিতে মাসুদ রানার তত্বাবধানে শীশা বারের

জুজুর ভয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্মীরা

* চলছে বদলি, আর্থিক সুবিধা আদায় এবং রাজনৈতিক রং লাগানোর পাঁয়তারা রাজনৈতিক পটপরিবর্তন তথা ছাত্র-জনতার অভুত্থানের

বঙ্গবন্ধু পরিষদের নিয়ন্ত্রণে মাদকদ্রব্য অধিদপ্তর

# বদলি থেকে পদায়ন, সবই হয় তাদের ইশারায় # বঙ্গবন্ধু পরিষদের নেতারা পান ‘প্রাইস পোস্টিং’, ছড়ি

শাহজালালে আশীর্বাদপুষ্টরা বহাল তবিয়তে

# মন্ত্রণালয়কে অন্ধকারে রেখে বিজ্ঞাপনের জন্য ঝুঁকিপূর্ণ স্থাপনা # অভ্যন্তরীণ টার্মিনালে তিন হাজার বর্গফুট ইজারা নিয়ে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হিন্দু-মুসলমান সবাই মিলে দিল্লির দাসত্ব খান খান করে দেব: রিজভী

কঠিন সময় পার করছে বাংলাদেশ, দরকার ঐক্যের: ড. ইউনূস

আলোচনার জন্য ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব

সর্বকালের সর্বনিম্নে নামলো ভারতীয় রুপির মান

আমু ও কামরুলকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ

কারাগার থেকে পালিয়ে যাওয়া ৭০ জঙ্গিসহ ৭০০ বন্দি অধরা

বিআইডব্লিউটিএ আ.লীগ পালালেও দাপট কমেনি আরিফের

ভারতকে তার বর্তমান কার্যকলাপ বন্ধ করতে হবে: মির্জা ফখরুল

বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা

দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে, দিনে গরম রাতে শীত

কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হওয়ার প্রস্তাব ট্রাম্পের

নাগরিকদের নিরাপত্তায় সরকারের পদক্ষেপকে স্বাগত যুক্তরাষ্ট্রের

ইউটিউব দেখে অস্ত্র চালানো শিখে প্রেমিকাকে হত্যা করেন সেই প্রেমিক

ছাত্র আন্দোলনে গুলিবর্ষণ: আ.লীগ নেতা নুর আলম গ্রেপ্তার

গণহত্যা মামলায় আমু-কামরুলকে ট্রাইব্যুনালে হাজির

ভারতের শাসকগোষ্ঠী দুদেশের জনগণের মধ্যে সম্প্রীতি চায় না: নাহিদ

মুন্নী সাহা সংশ্লিষ্ট অ্যাকাউন্টে বেতনের বাইরে জমা হয় ১৩৪ কোটি

হাসিনার মতো দেশের পররাষ্ট্রনীতি কারও কাছে বর্গা দেওয়া হবে না

দলের মনোনয়ন না পেয়ে অন্য দলের প্রার্থী হওয়ার সুযোগ বন্ধ

বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলার অভিযোগ: ব্রিটিশ পার্লামেন্টে উদ্বেগ