
পুঁজিবাজারে ব্যবসা বাড়ানোর উদ্যোগ নিয়েছে ব্যাংক এশিয়া পিএলসি। তালিকাভুক্ত ব্যাংকটির পরিচালনা পর্ষদ তাদের ব্রোকারেজ হাউজে নতুন করে ১২০ কোটি টাকা মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।
বুধবার (৩ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এ তথ্য জানিয়েছে ব্যাংক এশিয়া কর্তৃপক্ষ।
ব্যাংকের দেওয়া তথ্য অনুযায়ী, তারা তাদের মালিকানাধীন সহযোগী প্রতিষ্ঠান ব্যাংক এশিয়া সিকিউরিটিজ লিমিটেডে ১২০ কোটি টাকা মূলধন বাড়াবে।
চলতি ২০২৫ সালের প্রথম ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর) ব্যাংক এশিয়ার মুনাফায় বড় প্রবৃদ্ধি এসেছে। আলোচিত সময়ে ব্যাংকটি ৩৫১ কোটি টাকা নিট মুনাফা করেছে, যা ২০২৪ সালের একই সময়ে ছিল ২০৫ কোটি টাকা। সে হিসাবে আলোচিত ৯ মাসে ব্যাংকটির নিট মুনাফা বেড়েছে ৭১ শতাংশ। মূলত, এই সময়ে ব্যাংকের আয় বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে, যা মুনাফা বৃদ্ধিতে বড় ভূমিকা রেখেছে। আলোচিত ৯ মাসে ব্যাংকটির আয় হয়েছে ১ হাজার ৯৩০ কোটি টাকা।
আমার বার্তা/এল/এমই

